সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কুমিরায় মহিলালীগের সভানেত্রীর মদ কারখানায় পুলিশের অভিযানে ১কেজি গাঁজা ৭০ বোতল মদ সহ ২জন গ্রেপ্তার

কুমিরায় মহিলালীগের সভানেত্রীর মদ কারখানায় পুলিশের অভিযানে ১কেজি গাঁজা ৭০ বোতল মদ সহ ২জন গ্রেপ্তার

M ,lig natri mil gaja ,mad uddar --01এম,ইব্রাহিম খলিল,৯ডিসেম্বর(সীতাকুন্ড টাইমস)ঃ
সীতাকুন্ড কুমিরায় মদব্যবসায়ীর মিনুর বাড়িতে মঙ্গলবার বিকাল মাদক বিক্রির আস্তানায় অভিযান চালিয়ে ৭০ বোতল মদ ২৩০ প্যাকেট গাঁজাসহ দুইজনকে আটক করে ।
স্থানীয় সূত্রে জানাযায় আজ মঙ্গলবার ছোটকুমিরা দেলি পাহাড় মসজিদের পাশেই কয়েক বছর আগ থেকে গড়ে উঠা মাদক বিক্রির আস্তানায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনু আক্তার এর দুই কর্মচারী কে আটক করে পুলিশ । আটক কৃতরা হল সিলেট জেলার জকিগঞ্জ থানার গ্ঙ্গাছড়া গ্রামের মৃত আবদুর রুউপের পুত্র রুবেল আহম্মদ(২৬) ঐ এলাকার ফরিদ আহম্মদের পুত্র শাহাবুদ্দিন (২০) । উল্লেখ্যযে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে সাংসদকে বিষয়টি অবহিত করলে স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এর নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা ও পুলিশ সহ মাদক কারখানা উচ্ছেদ অভিযান চালিয়ে ছিল গত ২৭/৮/১৪ইং তারিখে
স্থানীয়রা অভিযোগ করে বলেন আওয়ামী লীগের ১৫/২০জন নেতা কর্মীকে প্রতিমাসে মোটা অংকের টাকা দিয়ে মিনু মাদকব্যবসা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম বলেন,আমি যতদিন সীতাকুন্ডের এমপি হিসেবে থাকবো ততদিন এ যুব সমাজ ধ্বংসকারী মাদক ব্যবসায়ী বা তাদের দোসরদের ছাড় দেব না । কারখানাটি উচ্ছেদ করে স্থায়ীভাবে মদ গাঁজা বন্ধের উদ্যোগ নেওয়ার দাবী জানায়। এই অভিযানের নেতৃত্ব দেন সীতাকুন্ড মডেল থানার এস আই ইকবাল ও ইমরান আটক কৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে কারখানার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *