সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / “জন্মদিন এবং বালাইষাট “- শুক্কুর চৌধুরী

“জন্মদিন এবং বালাইষাট “- শুক্কুর চৌধুরী

শুক্কুর চৌধুরী,সীতাকুণ্ড টাইমস

“জন্মদিন এবং বালাইষাট ”

বয়স কি কেবলই মাত্র নিরেট এক সংখ্যা
দিন মাস বছর পেরিয়ে ফিরে আসে একা,
. দিনপঞ্জির বর্নিল দেয়াল পাতা উড়ে উড়ে যায়
অজান্তেই কখন যেন হায় দ্রুতই বয়স ফুরায় !

আমি তো করিনি পান. অমৃত – আবেহায়াতের সুরা,
পান করে কি কমে বল অমরাবতী – দ্রাক্ষরেসের ধারা !
প্রিয় বন্ধু স্বজনেরা
যাচ্ছে বুড়িয়ে আমিই আছি সহজ সারল্য আরামে,
ওরা পেয়েছে নাম যশ বিত্ত
এবং বয়ে বেড়ায় বুক মাথা কিডনি মনোদৈহিক ব্যারামে!

জীবন আমার অর্থ বিত্তহীন, থেকেও দুরে বাঞ্চিত সজন,
তবু বেচেঁ থাকা, প্রভুর অপার করুনায় প্রানবন্ত সারাক্ষণ !

অনেকেই বাঁচিতেছে
অন্তসারশূন্য শুধুই বিত্ত নাম যশ খ্যাতির মোহে,
চাইনি সে জীবন কখনোই
এই তো বেশ আছি সুস্থতায় ভালবাসায় প্রানবন্ত সত্য দ্রোহে !

দেখিতে দেখিতে কেটেই যাচ্ছে নন্দিত সপ্নের আবাহনে
সুখে দুঃখে, কাটিছে দিন কতনা আনন্দ -বেদনে,
নাড়ীর দায়ে জীবিকা নিয়তি করেছিলো প্রবাসী সদেশে
স্বজন সুজন ছিল কাছেই তবু তারা ছিল দুরে বসে !

হৃদয় নিংড়ে আকুল অপার
ভালবাসা উৎসর্গিত করেছিলেম যার তরে,
নিদারুন সুনিপুণ মিথ্যাচার
অমায়িক দূর্ব্যবহার, পথের মাঝে একলা গেল ছেড়ে !

কখনো অমিত লাবন্য কিম্বা দেবদাস মহিম সুরেশ,
পেয়ে ও হারিয়ে যাওয়া বুঝিবা এই ছিল কপালের দোষ !

আজ তবে আরেকটি জন্মদিন,বন্ধুরা বলে ধুত্তোরি বালাই ষাট
সযত্নে লুকোই অন্তরে লালিত রক্তক্ষরণ,থাকি প্রকাশিত ফিটফাট।
কি হবে আর উদযাপনে অদৃশ্যে কেউ বলে আর কত এইতো বালাইষাট !!!

@ শুক্কুর চৌধুরী * ২৯ জুলাই -চট্রগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *