সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / বাঁশবাড়িয়ায় পূর্ণিমার জোয়ারে আবারও প্লাবিত হলো কয়েকটি গ্রাম

বাঁশবাড়িয়ায় পূর্ণিমার জোয়ারে আবারও প্লাবিত হলো কয়েকটি গ্রাম

6নিজস্ব প্রতিবেদক,১১অক্টোবর(সীতাকুন্ড টাইমস)-
সীতাকুন্ড বাঁশবাড়িয়া উপকূল অঞ্চলে আবারও পূর্ণিমার জোয়ারে প্লাবিত হয়ে কয়েকটি গ্রাম। শুক্রবার রাত ৩টার সময় বাঁশবাড়িয়া উপকূল অঞ্চলে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে হঠাৎ পানি ঢুকে ফসলী জমি ও বসত ঘরে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকিলপুর,বোয়ালিয়াকুল,গ্রামে প্রতিটি ঘরে ঢুকে পানি। ফলে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায়। স্থানীয় আবছার সওদাগর জানায় রাতে জোয়ারের পানি এলাকায় ঢুকে শাহআলম,বাবলু এর মুরগী ফার্ম ডুবে যায়। এছাড়াও আরও আনেকের বসত বাড়ি,শীতকালিন সবজি,পুকুরের অনেক মাছ জোয়ারের পানিতে চলে যায়। আজ দুপুরেও জোয়ারের পানি গ্রামে চলে আসে। বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর জানায় বাঁশবাড়িয়া উপকূল অঞ্চলের প্রায় ২কিলোমিটার ভাঙ্গা বেড়িবাঁধ পুনঃনির্মাণের দাবীতে ইতি মধ্যে মানব বন্ধন,সাংবাদিক সম্মেলন সহ যথাযত কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। তিনি আরও বলেন শুষ্ক মৌসুমে ভাঙ্গা বেড়িবাঁধ পূননির্মাণ না করলে বাঁশবাড়িয়ার জনগন রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।
স্থানীয় কালাম এটি বর্তমান সরকারের উন্নয়ন এর জোয়ার উল্লেখ করে বলেন বাঁশবাড়িয়ায় প্রায় ২ কিলো ভাঙ্গা অংশে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে কয়েকশ একর ফসলী জমিসহ মানুষের বসতঘর পানিতে ডুবে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *