সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডের ভাটিয়ারীতে শিল্পপতির বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো এক ডাকাত আটক

সীতাকুন্ডের ভাটিয়ারীতে শিল্পপতির বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো এক ডাকাত আটক

IMG_0275 copyকাইয়ুম চৌধুরী,১১অক্টোবর(সীতাকুন্ড টাইমস)-
ইয়াবা নেশার টাকা যোগান দিতে ৮ বন্ধুসহ ১২জনে সীতাকুন্ডের ভাটিয়ারী এলাকায় এক শিল্পপতির বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত রানা নামে আরো এক ডাকাতকে গত শুক্রবার রাতে গ্রেফতার হয়েছে। পূর্বে আটক ৬ ডাকাতের মধ্যে আলাউদ্দিন নামে এক ডাকাত কোর্টে স্বীকারোক্তি গোপন রেখে জামিনে মুক্ত হয়ে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ডাকাতির মামলার তদন্তকারী অফিসার এসআই কামাল জানায়, গত ৬ আগস্ট’১৪ইং শিল্পপতি কামালউদ্দিনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটলে ডাকাতিকালে কয়েকজন ডাকাতকে বাড়ীর লোকজন চিনে ফেললে তদন্ত করে মোর্শেদ নামে এক ডাকাত কে গ্রেফতার করা হয়। তার জবানবন্দীতে একে একে ৬জনকে আটক করা হয়। আটককৃতরা কোর্টে জবান বন্দী দিয়ে ডাকাতিতে জড়িত ছিল স্বীকার করে এবং কে কে ডাকাতিতে অংশ নেয় নাম উল্লেখ করে। এরই ধারাবাহিকতায় মাদামবিবিরহাট এলাকা থেকে রুবেল পারভেজ রানা (২৬) নামে আরো এক ইয়াবা গ্রহনকারী তরুন ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাত খাদেমপাড়ার আনোয়ার ডাইভারের ছেলে। সে ছাত্রলীগ নেতা দাবী করে তার চাচাতো ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী মহিউদ্দিন থানায় তদন্তকারী অফিসারের থানাস্থ বাসায় ঢোকে হুংকার করলে পুলিশ তাকেও ধরে হাজতে ঢোকিয়ে দেয়। তদন্তকারী অফিসার এসআই কামাল জানায়, আটককৃত রানা ডাকাতিতে অংশ নিয়ে ব্যবসায়ী হাজী কামালকে কুপিয়েছে বলে ব্যবসায়ীর ভাই জামাল সনাক্ত করেছে। তাছাড়া পূর্বে আটককৃতদের জবান বন্দীতেও রানার নাম উল্লেখ করেছে। তাছাড়া পূর্বে আটককৃতদের জবানবন্ধীতেও রানার নাম উল্লেখ করেছে। এদিকে ইতিপূর্বে আটককৃত ডাকাত মোঃ আলাউদ্দিন, পিতা- আব্দুস সামাদ ডাকাতিতে জড়িত ছিল আদালতে স্বীকারোক্তি প্রদান করলেও ঈদের পূর্বে ২ অক্টোবর‘১৪ ইং বৃহস্পতিবার স্বীকারোক্তি গোপন রেখে জজ কোট ২য় আদালতে স্পেশাল শুনানী দিয়ে জামিনে মুক্তি পেয়ে মামলার বাদী শিল্পপতি হাজী কামাল উদ্দিনকে হত্যার হুমকী দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিল্পপতি এব্যাপারে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নিরাপত্তা চেয়ে।
এদিকে দুই বছরের সাজাপ্রাপ্ত জসিম উদ্দিন নামে এক আসামীকে সীতাকুন্ড থানা পুলিশ গ্রেফতার করেছে। এসআই মোজাম্মেল জানায়, জিআর ৭৯/০৬ নং মামলায় তার দুই বছরের সাজা হয়। সে কুমিরা রেলওয়ে উত্তর কলোনীর বাসিন্দা ইউনুছ মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *