সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বার আউলিয়ায় শিপ ইয়ার্ড উচ্ছেদ করে বনবিভাগের চারা গাছ রোপন

বার আউলিয়ায় শিপ ইয়ার্ড উচ্ছেদ করে বনবিভাগের চারা গাছ রোপন

সাইফুল মাহমুদ, ২৪ ফেব্রুয়ারী (সীতাকুন্ড টাইমস ডটকম): সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়াস্থ সাগর উপকুলে এস. কে শিপ ব্রেকিং ইর্য়াড ও এস কে ষ্টীল নামের দুটি একই মালিকের পুরাতন জাহাজ কাটার প্রতিনিষ্ঠান উচ্ছেদ করে দখল নিয়েছে উপকুলীয়বন বিভাগ।
সরজমিনে ঘুরে দেখাযায়, সোমবার সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকায় সাগরউপকুলে এস কে শিপ ব্রেকিং ইয়ার্ড ও এস কে ষ্টীল নামের দুটি জাহাজ ভাঙ্গার প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। সুপ্রিমর্কোটের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের নির্দ্দেশে ইয়ার্ডগুলো ভেঙ্গে ফেলেছে প্রশাসন। জেলা ম্যাজিষ্টেট আবদুল্লা আরিফ মোহাম্মদ , সীতাকুন্ড উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট আবদুল্লা আল মামুন ও চট্টগ্রাম উপকুলীয় বন কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ছয়টি স্ক্যভেটর দিয়ে উচ্ছেদ করেন। উপকুলীয় বিট অফিসার হাসান মিয়া জানান উপকুলীয় বনায়নের গাছ কেটে শিপ ইয়ার্ড তৈরি করার বিরুদ্ধে ২০০৯সালে বনবিভাগ দুটি মামলা দায়ের করেন। উক্ত মামলার রায়ের ভিত্তিতে সুপ্রিমর্কোটের নির্দেশে ইয়ার্ড উচ্ছেদ করে পুনরায় বনায়নের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। ১৪.৫ একর জায়গা উচ্ছেদের পর পরই বনকর্মিরা কয়েকহাজার গাছের চারা রোপন করতে দেখা যায়। ইয়ার্ড ব্যস্থাপক মোহাম্মদ আকতার কামাল ও মালিক কামাল উদ্দিন চৌধুরী অভিযোগ করেন ইয়ার্ডের জায়গাটি তাদের খতিয়ান ভুক্ত । তাদের কাছে প্রয়োজনীয় কাগজ পত্র থাকলেও বনকর্মকার্তারা কোন কিছু না দেখেই দুইশ কোটি টাকার মালপত্র সহ ইয়ার্ডটি ভেঙ্গে ফেলেছে। উল্লেখ্য এস কে শিপ ব্রেকিং এর মালিক কামালউদ্দিন চৌধুরী গত দুইবছর আগে অন্য একটি প্রতিষ্ঠানের মালিক থেকে ইয়ার্ডটি কিনে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *