সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বাড়বকুন্ডে বেতন বোনাসের দাবীতে পাটকল শ্রমিকদের সড়ক আবরোধ – যাত্রীদের চরম দুর্ভোগ

বাড়বকুন্ডে বেতন বোনাসের দাবীতে পাটকল শ্রমিকদের সড়ক আবরোধ – যাত্রীদের চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক,৬আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে একটি পাটকলের শ্রমিকরা বেতন বোনাস না পাওয়ায় ঢাকা ট্রাংক রোড অবরোধ করে রেখেছে। স্থানীয় সূত্রে জানাযায় ৬আগষ্ট বাড়বকুন্ড আনোয়ারা জুট মিলে শ্রমিকরা বিকাল ৪টা থেকে ডিটিরোড অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনা স্থলে সীতাকুন্ড সার্কেল এএসপি,ওসি ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার জন্য মালিক পক্ষের সাথে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে। শ্রমিক নেতা নিজাম উদ্দিন জানায় আজ মঙ্গলবার মিলের প্রায় ২হাজার শ্রমিকদের সপ্তাহ বেতন ও বোনাস দেওয়ার কথা ছিল কিন্তু মালিক পক্ষ সম্পূর্ণ টাকা না দিয়ে মিল ছুটি ঘোষনা দেয় কাল থেকে। বেতন বোনাস না পেয়ে প্রায় একহাজার শ্রমিক রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় বাড়ী ফেরা হাজার মানুষ চরম দুর্ভোগে পরে। স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম শিকদার জানায় বিকাল থেকেই শ্রমিকরা রাস্তা মিছিল মিটিং করে যান চলাচল বন্ধ করে দেয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন মিমাংসা না হওয়ার রাস্তা অবরোধ করে রাখে শ্রমিকরা। উল্লেখ্য যে মিলটি বর্তমানে মল্লিক এন্ড ব্রাদার্স এর পরিচালনায় চলছে। মিলের মালিক জাফর উল্লাহ চৌধুরীরকে মোবাইলে পাওয়া যায়নি। এদিকে নারী শ্রমিকরা জানায় এক সপ্তাহের বেতন বোনাস দেবে বলে মালিক আজ পর্যন্ত মিল চালু রেখেছে। বেতন বোনাস না পেলে ঈদের কোন বিকিকিনি করা যাবেনা। অবশেষে ইপতারের পূর্বমহুর্তে মালিক পক্ষ আগামিকাল বেতন বোনাস দিতে রাজি হলে শ্রমিকরা রাস্তা অবরোধ তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *