সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / বিয়ের অনুষ্ঠানে সীতাকুন্ড ইসলামী ব্যাংকের চারা উপহার

বিয়ের অনুষ্ঠানে সীতাকুন্ড ইসলামী ব্যাংকের চারা উপহার

ibbl-tree-new-times
নিজস্ব প্রতিবেদক,৩০আগষ্ট(সীতাকুন্ড টাইমস ডটকম)-
বিয়ের উপহার হিসেবে যোগ হয়েছে গাছের চারা। ৩০ আগষ্ট শুক্রবার সীতাকুন্ড পৌরসদরস্থ আমাতুননুর কমিউনিটি সেন্টারে মহানগর গ্রামের মোঃ ইসলাম ও পৌরসভাধীন এয়াকুব নগরের তারহানা ইয়াছমিন(ববী) এর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। বরযাত্রী ও কনের মেহমানে ভরপুর বায়তুশ শরফ মসজিদ এলাকা। বিয়েতে অংশগ্রহন করছিল বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল চৌধুরী,ভাইচ চেয়ারম্যান এড.মোস্তফা নুর,ডা.এখলাছ,মাওলানা মহিববুল আযাদ,অধ্যক্ষ নুরুল কবির,সাবেক চেয়াম্যান মহসিন জাহাঙ্গীর,ইকবাল হোসেন,এটিএম শাহীন,ব্যাংকার জহুরুল ইসলাম,মোঃ ওয়াদুদ মোঃ সানাউল্লাহ,মাওলানা নুরুল মোস্তফাসহ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ। বিয়ের অনুষ্ঠানে হঠাৎ দেখা গেল অন্যান্য উপহারের পাশে একশত গাছের চারা নিয়ে হাজির হল ইসলামী ব্যাংকের অফিসার বৃন্দ। বর ও কনের অভিভাবকের হাতে তুলে দেন গাছের চারাগুলো। এসময় উপস্থিত অতিথি বৃন্দ এই ব্যতিক্রমধর্মী উপহার দেখে সবাই প্রশংসা করতে থাকে। সীতাকুন্ড ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপক এভিপি জহুরুল ইসলাম বলেন ব্যাংকের অফিসার মোঃ ইসলামের বিয়েতে শাখার পক্ষ থেকে অন্যান্য উপহার সামগ্রীর পাশাপাশি আমরা গাছের চারা উপহার নিয়ে এসেছি। তিনি জানান গাছই হচ্ছে সর্বোত্তম উপহার যার মাধ্যমে আমরা সুস্থ বেঁচে থাকার পরিবেশ পেয়ে থাকি এবং আর্থিকভাবে লাভবান হওয়া যায়।তিনি আরও বলেন ভঙ্গুর উপহারের চেয় পরিবেশ বান্ধব উপহার আমাদের আত্মনির্ভরে সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *