সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ভাটিয়ারীতে অজগরের বাসাঃ আরও একটা অজগর সাপ উদ্ধার,চিড়িয়াখানায় হস্তান্তর

ভাটিয়ারীতে অজগরের বাসাঃ আরও একটা অজগর সাপ উদ্ধার,চিড়িয়াখানায় হস্তান্তর

মামুনুর ররশীদ,সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কয়েকঘন্টার ব্যবধানে ধরা পড়েছে আরেকটি অজগর সাপ।
আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। এটি গ্রহণ করেন চট্টগ্রাম চিড়িয়াখানার ভেটেরিনারী চিকিৎসক ডা.শাহাদাদ হোসেন শুভ।
সীতাকুণ্ডের ভাটিয়ারীর লোকালয় মোস্তাফা অয়েল মিলস এর পাশে ৬ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। সাপটিক উদ্ধার করেছে “রক্তের সন্ধানে ভাটিয়ারী’র গ্রুপ”।
আজ রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভাটিয়ারী মোস্তাফা অয়েল মিলস এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয় হায়দার আলী জানায়, মোস্তাফা অয়েল মিলস এর পাশের খালে একটি দোকানে অজগরটি ডুকে পড়ে, এসময় স্থানীয় লোকজন অজগরটিকে তাড়া করলে পাশের বোটের ঝোঁপড়িতে ঢুকে পড়ে। পরে এলাকাবাসী ও “রক্তের সন্ধানে ভাটিয়ারী’র গ্রুপ” এর সদস্যারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে।
“রক্তের সন্ধানে ভাটিয়ারী’র গ্রুপ”এর সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম আমাদেরকে জানান, সাপটি ছাগল খাওয়ার উদ্দেশে এখানে আসে।
চট্টগ্রাম চিড়িয়াখানার ভেটেনিয়ারি চিকিৎসক ডা.শাহাদাত হোসেন শুভ অজগরটি চিড়িয়াখানায় হস্তান্তর করায় তিনি “রক্তের সন্ধানে ভাটিয়ারী’র গ্রুপ”ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *