সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / মিরসরাইয়ে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত নেতা ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন

মিরসরাইয়ে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত নেতা ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন

up. mirনিজস্ব প্রতিবেদক,২৪ জানুয়ারী(সীতাকুন্ড টাইমস ডটকম)- চতুর্থ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মিরসরাইয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট শিল্পপতি জামায়াত নেতা ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বাহার। প্রথম ধাপে দেশের ১০২ টি উপজেলায় আগামী ১৯ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বাহার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে চেয়ারম্যান পদে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ মাসুদ আলম। ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বাহার বলেন, ‘দীর্ঘদিন ধরে মিরসরাই উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত। মিরসরাইয়ের উন্নয়ন ও সেবা করতে নির্বাচনে অংশ নিচ্ছি।’ এদিকে ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বাহার প্রার্থী হওয়ায় বিএনপিতে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। তারা আশা করছিল জামায়াত সমর্থীত কেউ প্রার্থী না হলে জামায়াতের ভোটগুলো তাদের প্রার্থীর বাক্সে যাবে। কিন্তু ইঞ্জিনিয়ার গিয়াস প্রার্থী হওয়ায় সে সুযোগ পাচ্ছেনা বিএনপির প্রার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা জামায়াতের এক নেতা বলেন,আওয়ামীলীগ ও বিএনপিতে একাধিক প্রার্থী থাকায় গিয়াস ভাইয়ের জয়ের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। বিএনপির এক নেতা বলেন ১৮দলের একক প্রার্থী না দিলে নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীই জয়লাভের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *