সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় মুজিবনগর দিবস পালিত

যুবাইদিয়া মহিলা মাদ্রাসায় মুজিবনগর দিবস পালিত

IMG_20170417_131742নিজস্ব প্রতিবেদক,(সীতাকুণ্ড টাইমস)-
সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা আলিম মাদ্রাসায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ দুপুর সাড় ১২টায় মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন আারবী প্রভাষক জয়নুল আবেদিন,হারুন অর রশীদ, মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,সিরাজুল মাওলা,ছালেহা বেগম,এমরাজ বেগম। বক্তারা বলেন
১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলার আম বাগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী, এম মনসুর আলীকে অর্থমন্ত্রী এবং এ এইচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এম এ জি ওসমানী প্রধান সেনাপতির দায়িত্ব পান।

১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জনগণের নির্বাচিত সংসদের নেতৃত্বের সরকার পুরো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে। ১০ এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণাপত্র পাঠ করা হয় সেদিন।

স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *