সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / শুধু সার্টিফিকেটের জন্য নয়,সুশিক্ষা অর্জন করতে হবে– হালিম-লিয়াকত বৃত্তি অনুষ্ঠানে ছাদাকাত উল্লাহ মিয়াজি

শুধু সার্টিফিকেটের জন্য নয়,সুশিক্ষা অর্জন করতে হবে– হালিম-লিয়াকত বৃত্তি অনুষ্ঠানে ছাদাকাত উল্লাহ মিয়াজি

কামরুল আলম,সীতাকুণ্ড টাইমসঃ
আজ ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টা বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সীতাকুণ্ড জোনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালক সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান মুহম্মদ ছাদাকাত উল্লাহ মিয়াজি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উত্তর জেলার সাবেক সমন্বয়ক আবু মুসা।
বিশেষ বক্তা হিসেবে ছিলেন,উত্তর জেলার সমন্বয়ক হুসেইন মুহাম্মদ এরশাদ,মুজিব উদ্দিন,বিজয় কুমার দেব,আবদুর রহিম। বক্তারা বলেন, প্রত্যেক ধর্ম তার সাংস্কৃতিক বলয়ে একজন মানুষকে মোরাল করে তুলে। তাই সকল মানুষেরই প্রয়োজন সভ্যতা ধরে রাখতে, সভ্য হয়ে বাঁচতে,সভ্য পৃথিবী গড়তে সুশিক্ষিত জাতি গঠনে এগিয়ে যেতে হবে।
শিক্ষা মানে শুধু সার্টিফিকেট অর্জন করা নয়,আদর্শিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে উঠতে শিক্ষা অর্জন করতে হবে।
বক্তারা আরো বলেন, এইবছর সারা বাংলাদেশে ১৫০ টিরও বেশি কেন্দ্রে প্রায় অর্ধলক্ষাধিক পরিক্ষার্থী অংশ গ্রহন করেন। এরই ধারাবাহিকতায় সীতাকুন্ড জোনের ৩ টি কেন্দ্রে ৬৪৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৩ জন বৃত্তি প্রাপ্ত হন।যার মধ্যে ৪ জন টেলেন্টপুল ১৭ জন এ গ্রেড এবং ২২ জন সাধারন গ্রেডে উত্তীর্ণ হয়।
“নূর” নামে একটি ম্যাগাজিন বই মোড়ক উন্মোচন করে এবং চেয়ারম্যান মহোদয়কে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
এতে আরো উপস্থিত ছিলেন,আমিনুল ইসলাম,সাংবাদিক কাইউম, রমজান আলী রুবেল, ইকবাল জাহিদ,আলাউদ্দিন সরওয়ার, জাহেদুল, আবু নয়ন,আকবর আরেফিন, শাহিন, নেছার,ফয়সাল, নুরুদ্দিন,ফারুক, রিপন, জয়নাল, মুশফিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *