সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে কণিকা সুইটস ও আপন রেস্তোরাঁকে মেয়াদবিহীন ও বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

সীতাকুণ্ডে কণিকা সুইটস ও আপন রেস্তোরাঁকে মেয়াদবিহীন ও বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

সীতাকুণ্ড টাইমস ডেস্ক ঃ

সীতাকুণ্ড পৌরসদরস্থ কণিকা সুইটস ও আপন রেস্তোরাঁকে মেয়াদবিহীন ও বাসী খাবার সংরক্ষণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যনাণ আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। এসময় কণিকা সুইটস নামের মিষ্টির দোকানে অভিযান চালালে সেখানে নোংরা পরিবেশ, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে আপন হোটেল এন্ড রেস্তোরাঁকে ফ্রিজে দীর্ঘদিনের বাসী খাবার সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্যানিটেশন কর্মকর্তা ফাতেমা আক্তার, সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুব।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে অন্যান্য প্রতিষ্ঠানকেও সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *