সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে করোনায় মারা গেলেন অধ্যাপক রনজিৎ সাহা

সীতাকুণ্ডে করোনায় মারা গেলেন অধ্যাপক রনজিৎ সাহা

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ: সীতাকুণ্ড পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি ও কুমিরা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যাপক রনজিৎ সাহা (৫২) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার রাতে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রনজিৎ সাহার সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকার মৃত বিনোদ বিহারীর পুত্র। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

গত ৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের মেডিক্যাল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তার শ্বাসকষ্ট বেড়ে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে ৬ সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্কয়ার হাসপাতালে টানা ২১ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার সকালে বার আউলিয়ার নিজ বাড়িতে ধর্মীয় আচার শেষে তার লাশ দাহ করা হয়। এদিকে রনজিৎ সাহার মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন,সীতাকুণ্ড প্রেসক্লাব, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন ,রাজনৈতিক,সামাজিক ও ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *