সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ডে পেনিনসুলা শিপব্রেকিং ইয়ার্ড মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সীতাকুণ্ডে পেনিনসুলা শিপব্রেকিং ইয়ার্ড মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

index14সাইফুল ইসলাম,১২জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)-
নিজস্ব প্রতিবেদক:: সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডের মালিকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গত বুধবার আদালত আসামীদের বিরুদ্ধে ওই পরোয়না জারি করেন। আজ বৃহস্পতিবার ওই নির্দেশ সংশ্লিষ্ট সীতাকুণ্ড থানায় পৌঁছে।

আদালত সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার শীতলপুরের তেতুলতলা এলাকার সমুদ্রউপকুলের পেনিনসুলা নামের একটি শিপইর্য়াডের মালিক জাফর আলম, নির্বাহী পরিচালক জুনায়েদ ও ইয়ার্ড ম্যানেজার লিটন দাসের বিরুদ্ধে ইর্য়াডের কর্মরত উইংন্স ড্রাইভার সাহাবউদ্দিন ও বাবলুর দায়ের করা মামলায় শ্রম আদালত ওই পরোয়ানা জারি করেন। গত ২ মার্চ শ্রমিক সাহাবউদ্দিন এবং গত ৪ এপ্রিল বাবলু পৃথক ওই মামলা দুটি দায়ের করেন।

পেনিনসুলা শিপইয়ার্ডে দীর্ঘদিন কাজ করা শ্রমিক সাহাবউদ্দিনের ৭১ হাজার ৮০০ টাকা ও বাবলুর ৯১ হাজার ৬০০ টাকা বেতন মালিকপক্ষ বকেয়া রেখে দেয় বলে ওই মামলায় অভিযোগ করেন। মালিক পক্ষ। বারবার বিভিন্নস্থানে ধরনা দিয়েও বেতনের টাকা আদায় করতে না পেরে অবশেষে তারা শ্রম আদালতের আশ্রয় নিয়ে মামলা করেন। (মামলা নং ২৩৯ ও ২৪০/১৪)।

সীতাকুণ্ড থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: ইফতেখার জানান, পরোয়ানা প্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *