সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে বিএন্ডএফ এর উদ্যোগে স্মার্ট কৃষি প্রশিক্ষণ কর্মসূচী

সীতাকুণ্ডে বিএন্ডএফ এর উদ্যোগে স্মার্ট কৃষি প্রশিক্ষণ কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড টাইমস ঃ

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী বলেছেন, বর্তমান সময় শাক, সবজি, মাছ, ফল সব কিছুতেই বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে। এসব খেয়ে নানারকম জটিল রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। খাদ্যে বিষের কারণে মানুষ এখন খেতেই ভয় পাচ্ছেন। তাই বিষ মুক্ত খাদ্য উৎপাদন সময়ের দাবী হয়ে উঠেছে। বাঁচতে হলে কেমিক্যাল (বিষ) মুক্ত খাবার উৎপাদন বাড়াতে হবে। এই উপলব্দি থেকে বিএন্ডএফ কর্পোরেট্ লিমিটেড নামক প্রতিষ্ঠানটি ‘স্মার্ট কৃষি প্রশিক্ষণ’ বিষয়ক কর্মশালার মাধ্যমে সবশ্রেণির মানুষকে বিষ মুক্ত সবজি উৎপাদনে উদ্ভুদ্ধ করতে যে আয়োজন করেছেন তার জন্য প্রতিষ্ঠানটি ধন্যবাদ পাবার যোগ্য। তাদের উদ্যোগকে সফল করতে সকল কৃষককে একমত হতে হবে। মঙ্গলবার বিকাল ৩টায় সীতাকুণ্ডের মুরাদপুরে ইপসা মানব সম্পদ কেন্দ্রে বিএন্ডএফ কর্পোরেট লিমিটেড কর্তৃক আয়োজিত ২০ দিন ব্যাপী ‘ স্মার্ট এগ্রিকালচার ট্রেনিং’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএন্ডএফ কর্পোরেট লিঃ এর সিইও এবং চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন বদ্দা চৌধুরীর সভাপতিত্বে উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহামুদুল হক রিয়াদ, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বদ্দা চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, কৃষিতে স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরি এ প্রশিক্ষনের মূল লক্ষ্য। তারা সীতাকুণ্ডবাসীকে বিষমুক্ত নিরাপদ সবজি ও ফল উৎপাদন করে খাওয়াবে এটাই আমার চাওয়া। এ জন্য ভবিষ্যতেও আমরা সামর্থ অনুযায়ী পাশে থাকব।
এ প্রশিক্ষণে প্রশিক্ষক থাকবেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ সালাউদ্দিন,সাংবাদিক আবুল খায়ের ও সাংবাদিক সঞ্জয় চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *