সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে বিজয় স্মরণী কলেজে  বসন্ত বরণ  ও পিঠা  উৎসব উদযাপিত

সীতাকুণ্ডে বিজয় স্মরণী কলেজে  বসন্ত বরণ  ও পিঠা  উৎসব উদযাপিত

নন্দন রায়,সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুণ্ডের বিজয় স্মরণী কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপিত হয়েছে । আজ বুধবার সকাল ১০ টা থেকে উপজেলার ভাটিয়ারীস্হ বিজয় স্মরণী কলেজের মাঠে এই উৎসবের আয়োজন করা হয় ।

বিজয় স্মরণী কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল এর সভাপতিত্বে এবং অধ্যাপক রওশন আকতার ও এম শহীদুল্লাহ আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো শফিউল আলম এবং ১০ নং সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কলেজের  দাতা সদস্য আলহাজ্ব মো ফরিদুল আলম । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আহবায়ক সহকারী অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক কামাল উদ্দিন  আহমেদ, অধ্যাপক মো নোমান প্রমুখ । বাঙালির শত বর্ষের ঐতিহ্য বসন্ত বরণ অনুষ্ঠানে কলেজ শিক্ষার্থীরা নানান রঙের ফুলে ফুলে সামাজিক মেলবন্ধন সৃষ্টিতে সকলকে অভিষিক্ত করেন । অনুষ্ঠানে ১০ টি স্টলে নানান ধরনের পিঠা পুলি তৈরী করে শিক্ষার্থীরা গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন । রাবিন্দ্র, নজরুল ও লোকগানের নৃত্যে, গানে মাতিয়ে তোলেন অনুষ্ঠান স্হল । বিকাল তিনটায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে  অনুষ্ঠান শেষ হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *