সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ডে যোগাযোগ মন্ত্রী- ডিসেম্বরের মধ্যে চার লেইন প্রকল্পের কাজ শেষ হবে

সীতাকুণ্ডে যোগাযোগ মন্ত্রী- ডিসেম্বরের মধ্যে চার লেইন প্রকল্পের কাজ শেষ হবে

mantreনিজস্ব প্রতিবেদক,২৫মে(সীতাকুন্ড টাইমস ডটকম) :: যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেইনের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। এরপর এই সম্প্রসারিত মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।

মন্ত্রী আজ রোববার সকালে সীতাকুণ্ডের শীতলপুর, বার আউলিয়া ও বানুবাজার এলাকায় ৪ লাইনের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় এক প্রশ্নের জবাবে যোগাযোগ মন্ত্রী বলেন, নারায়নগঞ্জ এবং ফেনীর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। এসব হত্যাকাণ্ডের সাথে দলীয় লোক জড়িত থাকলেও তারা রেহাই পাবে না।

যোগাযোগ মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ৩ মাস প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না-হাইড্রো কোম্পানি কাজ করতে সাহস পায়নি। এই কারণে পূর্ব পরিকল্পনা মত চলতি বছরের জুনের মধ্যে কাজ শেষ করা যাবে না।

আগামী ডিসেম্বরের মধ্যে চার লেইন প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছি। পরিদর্শনকালে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *