সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বাড়বকুন্ড বিএম এনার্জিতে সন্ত্রাসী হামলা ঃ আহত ১০

বাড়বকুন্ড বিএম এনার্জিতে সন্ত্রাসী হামলা ঃ আহত ১০

মোঃ জাহেদ,২৫মে(সীতাকুন্ড টাইমস ডটকম)- সীতাকুন্ড বাড়বকুন্ড সাগর উপকূলে অবস্থিত বিএম এনার্জি(সিলিন্ডার গ্যাস বোতলজাত)প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে প্লান্ট ইনচার্জসহ ১০ জন আহত ও লক্ষাধিক টাকা এবং ১০টি দামী মোবাইল সেট নিয়ে গেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা উপরের দিকে কয়েক রাউ- গুলি ছুড়ে আতংক বিরাজ করে।২৫মে রবিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলার বাড়বকু- মান্দারীটোলা এলাকায় এ সন্ত্রাসী ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,গ্যাস সিলিন্ডার বোতলজাত প্রতিষ্ঠান বিএম এনার্জি তাদের স্থাপনা নির্মান কাজ করা সময় রহিম উল্ল্যাহ মিয়া খান(৩০) এর নেতৃত্বে ৩০/৪০জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ চাঁদা দাবি করে দায়িত্বে থাকা প্লান্ট ইনচার্জ অনুপ কুমার সেন,ইঞ্জিনিয়ার সরওয়ার আলমসহ শ্রমিকদের অস্ত্র ঠেকিয়ে হামলা শুরু করে এবং যাবতীয় কাজ বন্ধ রাখতে বলে। পরে বিষয়টি সংশ্লিষ্টমহলকে জানালে উনারা পুলিশকে খবর দেয়। পুলিশ গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত প্লান্ট ইনচার্জ অনুপ কুমার সেন বলেন,‘কোন কিছু বুঝার আগে সন্ত্রাসী গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। কিছু সন্ত্রাসী আমাদেরকে মারধর করে টাকা পয়সা,মোবাইল নিয়ে যায়। আর কিছু সন্ত্রাসী চাঁদা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলে। আমরা মামলার প্রস্ততি নিচ্ছি’। এ বিষয়ে জানতে চাইলে সীতাকু- মডেল থানার ওসি ইফতেখার হাসান বলেন,’বিষয়টি শুনার সাথে সাথে আমি পুলিশ পাঠিয়েছি,মামলা নথিভূক্ত হলে আমরা আসামী গ্রেপ্তারের ব্যবস্থা করবো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *