সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে রোকেয়া দিবসে চার নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতার পদক

সীতাকুণ্ডে রোকেয়া দিবসে চার নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতার পদক

সীতাকুণ্ড টাইমস ডেস্ক : সীতাকুণ্ডে রোকেয়া দিবসে চার নারীকে পুরস্কৃত করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োয়িত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ৪ জয়িতার হাতে এ পদক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।
বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতার পদক পেলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে চার নারী।
সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুহাম্মদ তানভীর সহধর্মিণী প্যাসিফিক জিন্সের পরিচালক ও চট্টগ্রাম মহিলা চেম্বার অফ কমার্সের ভিপি লুৎমিলা ফরিদ, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফলতা অর্জনকারী নারী সীতাকুণ্ডে কৃত্বি সন্তান দেশ বরেণ্য দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর ভাইয়ের সহধর্মিণী সীতাকুণ্ড সরকারী মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শামীমা নার্গিস, সফল জননী শিক্ষাবিদ নজির আহম্মদ স্যার এর সহধর্মিণী রিজিয়া বেগম,অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী আয়েশা আক্তার
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম সহ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন,নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে সমাজ ও নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন চার জয়িতা।
তাদের এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে আমরা তাদের ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি,তাদের সংগ্রামী জীবন অন্য অনেক নারীর জন্য প্রেরণা হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *