সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড বারআউলিয়ায় জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

সীতাকুণ্ড বারআউলিয়ায় জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজের উপর কাজ করার সময় নিচে পড়ে আবুল হোসেন (৪২) নামে এক কার্টার হেলপার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেন বগুড়া জেলার চিনোতলা থানার চরপাড়া এলাকার ভুলু মন্ডলের পুত্র। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে বারআউলিয়া হাইওয়ে থানা সংলগ্ন সমুদ্র উপকুলে অবস্থিত সিরাজুদৌলার মালিকানধীন মেসার্স আরএ শীপ ব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের উপর কাটিং এর কাজ করছিলেন হেলপার আবুল হোসেন। এসময় লাইফসার্পোট বেল্ট না থাকায় হঠাৎ সে জাহাজের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। আরএ শীপ ব্রেকিং ইয়ার্ড মালিক সিরাজদৌলা জানান, ইয়ার্ডে কাজ করার সময় স্ট্রোক করে এক শ্রমিক মারা গেছে শুনেছি। চমেক হাসাপাতলের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, শিপ ব্রেকিং ইর্য়াড থেকে নিয়ে আসা শ্রমিক স্ট্রোক করে মারা যায়।
সীতাকুণ্ড থানার এসআই সাইফুল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে গেলেও নিহত শ্রমিকের নাম ঠিকানা জানাতে গড়িমসি করেন ইয়ার্ড কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিস্তারিত তথ্য, উপাত্ত সংগ্রহের পর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *