সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

সীতাকুণ্ড পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

ইব্রাহীম শিকদার,সীতাকুণ্ড টাইমসঃ
সকল নিয়ম-কানুন সরকারী বিধি মোতাবেক পরিচালিত হলেও কর্মকর্তা-কর্মচারীদের জাতীয়করণ না করায় দেশের সকল পৌরসভার পাশাপাশী আজ কর্মবিরতি পালন করছে সীতাকুন্ড পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। দাপ্তরীক কর্মকান্ড বন্ধ রেখে কর্মকর্তা-কর্মচারীরা টেবিল চেয়ারে বসে পার করছে অলস সময়। এ অবসম্থায় বিভিন্ন কাজে এসে ফেরত যেতে হযেছে সর্বসাধারণকে। সে সাথে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মীদের কার্যক্রম বন্ধ থাকায় আবর্জনায় পরিপূর্ন হয়ে উঠেছে প্রতিটি এলাকা। স্থানীয়রা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন চলতে থাকায় ময়লা আবর্জনার দুর্গন্ধে ছড়িয়ে পড়ছে চারদিকে। এ পরিস্থিতি চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান দতারা। পৌরসভা চত্বরে অবস্থান নেয়া আন্দোলনকারীদের পক্ষে পৌর সচিব নজরুল ইসলাম বলেন,‘ এ আন্দোলন সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ দিনের প্রাণের দাবী। সারা দেশের সাথে ৩২৭টি পৌরসভার ৩৬’শ কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সাথে আরো প্রায় ৩ লাখ লোকের জীবন ধারণ চলে। অথচ এতো লোকজন পৌরসভার সাথে সম্পৃক্ত হওয়ার পরও জাতীয় করণ করা হচ্ছে চাকুরী। গত ১৫-১৬ জানুয়ারী আন্দোলন করার পর দাবী মানার আশ্বাস দেয়া হয়েছিল। এ ধারাবাহিক আন্দোলন হিসেবে ৩দিন চলবে। এরপরও দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *