সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২দিনব্যাপী শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি দিদারুল আলম এমপি-আওয়ামীলীগ সরকার শিক্ষাক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন সাধন করেছে

সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২দিনব্যাপী শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি দিদারুল আলম এমপি-আওয়ামীলীগ সরকার শিক্ষাক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন সাধন করেছে

sita-1এল কে চৌধুরী/ সবুজ শর্মা শাকিল ,২৩ জানুয়ারী(সীতাকুণ্ড টাইমস)-
শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেছেন- আওয়ামীলীগ সরকার শিক্ষাক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন করেছে। বছরের প্রথমদিনে কোমলমতি ছাত্রদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে বিশে^র ইতিহাসে নজির স্থাপন করেছে। একসময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জরাজীর্ণ অবস্থায় ছিল, এখন প্রতিটি প্রতিষ্ঠানে বহুতল ভবন হচ্ছে। তিনি আজ স্কুল মাঠে সীতাকু- সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের ২য় দিনে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সর্ম্বধনা এবং আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।
বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের ২য় দিনেও বিভিন্ন বর্ণিল সাজে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা রং বেরং ব্যানার পেষ্টুন, টি-শার্ট নিয়ে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন র‌্যালী সীতাকু- পৌরসদরের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা নজির আহমদের সভাপতিত্বে এবং পরিষদের সমস্বয়ক প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত স্মৃতিচারন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড.ফসিউল আলম, শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক দিদারুল কবির, ঢাকাস্থ সীতাকু- সমিতির সভাপতি বখতিয়ার উদ্দিন চৌধুরী, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুমিনুল হক, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সামসুদ্দিন আহমদ, আব্দুল লতিফ পাটোয়ারী।
স্মৃতিচারণ করেন- রাজনৈতিক ব্যক্তিত্ব সন্তোষ চৌধুরী, প্রাক্তন শিক্ষক হরি বিলাস দে, স্কুলের প্রাক্তন ছাত্র ও কাউন্সিলর মাইমুন উদ্দিন, শতবর্ষ উদযাপন পরিষদের অর্থ উপকমিটির সদস্য সচিব মুজিবল হক খন্দকার, মঞ্চ উপ কমিটির আহবায়ক দীপক দে, দপ্তর উপকমিটির আহবায়ক রেজাউল করিম বাহার, আপ্যায়ন উপ কমিটির সদস্য সচিব মেজবাহ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাক্তন শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি সাংসদ দিদারুল আলম শতবর্ষপূর্তিতে স্মারক গ্রন্থের প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে স্কুলের ২দিন ব্যাপী শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *