সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড হাসপাতাল গেইটে প্রাইভেট কারে যমজ বাচ্চা প্রসব

সীতাকুণ্ড হাসপাতাল গেইটে প্রাইভেট কারে যমজ বাচ্চা প্রসব

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও একটি প্রাইভেটকারে যমজ শিশু প্রসব করিয়েছে অভিজ্ঞ ডাক্তার নার্সরা। আজ সকাল ৯টায় একটি প্রাইভেট কার
প্রবেশ করে সীতাকুণ্ড হাসপাতালে। জমজ গর্ভধারিণী একজন মা প্রবেশের আগ মুহূর্তে তার ডেলিভারি টাইম( অন প্রসেস/প্রুগেস) হয়ে গিয়েছিল সেজন্য মেডিকেল অফিসার ডা.নাহিদা আক্তার ও ডা.সালাউদ্দিন, সিনিয়র স্টাফ নার্স মায়া রানী , মিডওয়াইফ মিসেস রাফীন ,উপসহকারী মেডিকেল অফিসার শিরিন সকলেই তারা দ্রুততার সহিত ডা.নুর উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে একটি বাচ্চা গাড়িতে ডেলিভারি করান এবং আরেকটি বাচ্চা অত্র হাসপাতালের ভিতরে নিয়ে এসে এন বি ডি রুমে ডেলিভারি করান ।


রোগীর নাম সন্ধ্যা দে বয়স 30 বছর
স্বামীর নাম চন্দন দে ,তাদের বাড়ি বড় দারোগাহাট
ডাক্তার নুর উদ্দিন জানান
সকালে সুমন দে রোগীর ভাই তার বোনের প্রসব বেদনা উঠলে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান । সে হাসপাতাোলে যমজ বাচ্চা দেখে এবং অবস্থা তেমন ভালো নয় বলে চট্টগ্রাম মেডিকেলের রেফার করে দেন । ইতিমধ্যে রোগীর ভাই চিন্তা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীতাকুন্ডে যাব । আসার সময়ে তার বোনের প্রসব কার্যক্রম শুরু হয়ে যায় আমরা খবর পেয়ে অতি দ্রুত ডাক্তার নার্স মিড মিডওয়াইফ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সকলে মিলে ডা. নুর উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে প্রথম বাচ্চাটি গাড়িতে প্রসব করানো হয় এবং দ্বিতীয় বাচ্চাটি দ্রুত হাসপাতালে নিয়ে এসে নরমাল ডেলিভারি রুমে নিয়ে করানো হয় । তিনি আরও জানান
মা এবং বাচ্চা উভয়ই আপাতত সুস্থ আছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *