সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষনা ঃ চেয়ারম্যান যুবদল নেতা সালাউদ্দিন,ভাইচ চেয়ারম্যান জহুর ও নেলী

সীতাকুন্ডে উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী ঘোষনা ঃ চেয়ারম্যান যুবদল নেতা সালাউদ্দিন,ভাইচ চেয়ারম্যান জহুর ও নেলী

নিজস্ব প্রতিবেদক,২১ ফেব্রুয়ারী(সীতাকুন্ড টাইমস ডটকম)-আওয়ামীলীগের পর এবার বিএনপিও সীতাকুন্ড উপজেলা নির্বাচনে একক প্রার্থী ঘোষনা করেছে। ২১ ফেব্রুয়ারী প্রত্যেক ইউনিয়নের বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বাসভবনে ভাষা দিবসের আলোচনা সভায় একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানাযায়। উপজেলা বিএনপির আহ্বায়ক ইউনুচ চৌধুরী জানায় আসলাম চৌধুরীর জলিলস্থ বাসায় শতশত নেতাকর্মীদের উপস্থিতিতে ৩ চেয়ারম্যানসহ ১০ জনকে একক প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেয়া হয়। তারাই আলোচনা পর্যালোচনা করার পর ৩জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী থেকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি কাজি সালাউদ্দিনকে উপচেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়। একই ভাবে ভাইচ চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা তরুণদলের সভাপতি জহুরুল আলম জহুর ও নাজমুন নাহর নেলীকে মহিলা ভাইচ চেয়ারম্যানের জন্য একক প্রার্থী ঘোষনা করে। সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি দলের নেতাকর্মীদেরকে উপজেলা নির্বাচনে ১৯ দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আওয়ামী দুঃশাসনের উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান। এদিকে আওয়ামীলীগ কাউন্সিলরের মাধ্যমে এমপি পুত্র এসএম মামুনকে উপজেলা নির্বাচেনর জন্য চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেয়। এদিকে ১৯দলের অন্যতম শরীক দল জামায়াত ইসলামী উপজেলা চেয়ারম্যান হিসেবে গত বারের নির্বাচিত ভাইচ চেয়ারম্যান বিশিষ্ট কবি ও সাহিত্যিক এডভোকেট মোস্তফা নুরকে এবং ভাইচ চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা এডভোকেট হুসাইন মোহাম্মদ আশরাফকে একক প্রার্থী ঘোষনা করে। বিএনপি জামায়াত পৃথক পৃথকভাবে নির্বাচন করার ঘোষনা দেওয়ায় ১৯ দলের ভোটারদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *