সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে এইচ এস সিতে লতিফা সিদ্দিকী পিছিয়ে এগিয়ে রয়েছে কুমিরা বালিকা স্কুল এন্ড কলেজ ঃ সীতাকুন্ড কামিল মাদ্রাসা সেরা

সীতাকুন্ডে এইচ এস সিতে লতিফা সিদ্দিকী পিছিয়ে এগিয়ে রয়েছে কুমিরা বালিকা স্কুল এন্ড কলেজ ঃ সীতাকুন্ড কামিল মাদ্রাসা সেরা

নিজস্ব প্রতিবেদক,১৩আগষ্ট (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড উপজেলার এবার এইচ এস সিতে সবচেয়ে ভাল ফলাফল করেছে কুমিরা আবাসিক বালিকা স্কুল ও কলেজ। তবে চট্টগ্রাম বিভাগেও প্রথমস্থান অর্জনকারী সীতাকু-ের ফৌজদারহাট ক্যাডেট কলেজ। অন্যদিকে মাদ্রাসা পর্যায়ে শতভাগ সেরার তালিকায় রয়েছে সীতাকুন্ড কামিল মাদ্রাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সূত্রে জানা যায় কুমিরা আবাসিক বালিকা স্কুল ও কলেজে ১১৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ৯৪ জন পাস করেছে। কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার শতকরা ৮৩.১৯। উপজেলার দ্বিতীয়স্থান অর্জনকারী কলেজ ভাটিয়ারী বিজয়স্বরণী কলেজ ৬৫৭ জন পরীক্ষাথীর মধ্যে পাস করেছে ৪৭০ জন। পাশের হার শতকরা ৭১.৫৪,জিপিএ ৫ পেয়েছে ১জন। সীতাকু- পৌরসদর এলাকায় অবস্থিত সীতাকু- ডিগ্রী কলেজে মোট পরীক্ষাথী ৮৫২ জনের মধ্যে পাস করেছে ৬০০ জন। পাশের হার শতকরা ৭০.৪২, জিপিএ ৫ পেয়েছে ৪জন। । সীতাকু- মহিলা ডিগ্রী কলেজ গত কয়েক বছর ধরে পাশের হার ধরে রাখতে পারছে না। এখানে পরীক্ষাথী ৫১৬ জনের মধ্যে পাশ করেছে ৩৩৮ জন। পাশের হার শতকরা ৬৫.৫, জিপিএ ৫ পেয়েছে ৯ জন। । কুমিরা লতিফা সিদ্দিকী কলেজে মোট পরীক্ষাথী ৪৩৮ জনের মধ্যে পাশ করেছে ২৭১ জন। শতকরা পাশের হার ৬১.৮৭। কলেজটি মহিলা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে ছাত্র করেও ভাল ফলাফল করতে পাচ্ছেনা। এছাড়া সীতাকু-ের ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম বোর্ডের সেরা কলেজ সব সময়কার অর্জন ধরে রেখেছে। পরীক্ষাথী ছিল ৪৫। পাশ করেছে ৪৫ জন, জিপিএ ৫ পেয়েছে ৪৩জন।
এদিকে মাদ্রাসা পর্যায়ে আলিম পরীক্ষা উপজেলা সেরা প্রতিষ্ঠান হয়েছে সীতাকুন্ড কামিল মাদ্রাসা। এখানে ১০৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৩জন, জিপিএ ৫ পেয়েছে ৬জন।বগাচতর মাদ্রাসায় ২০জনের মধ্যে ১৯জন পাশ করেছে, জিপিএ ৫ পেয়েছে ২জন।যুবাইদিয়া মহিলা আলিম মাদ্রাসায় ৪৬জনের মধ্যে পাশ করেছে ৪৩জ, জিপিএ ৫ পেয়েছে ১জন। কুমিরা নুরিয়া মাদ্রাসায় ২৬ জনের মধ্যে ২৫জনই পাশ করেছে, জিপিএ ৫ পেয়েছে ১জন। বানুবাজার মুহাম্মদিয়া মাদ্রাসায় ৩৫জনের মধ্যে ৩৫জন পাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *