সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ১০

সীতাকুন্ডে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেপ্তার ১০

এম,ইব্রাহিম খলিল,২নভেম্বর (সীতাকুন্ড টাইমস)-
সীতাকুন্ড মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০। সীতাকুন্ড মডেল থানা সুত্রে জানা গেছে, ১ নভেম্বর রবিবার দিবাগত রাতে মডেল থানার অভিযানে উপজেলার গোলাবাড়িয়া এলাকায় অভিযান চলিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রন্তুতি কালে ৫ রোড় ডাকাত কে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করে । গ্রেপ্তারকৃতরা হল জাহাঙ্গীর হোসেন রনি (২৫) তার বিরুদ্ধে ৬/৭ টি মামলা আছে বলে এস আই সেলিম মিয়া জানান গত রাত সাড়ে আট টায় গোলাবাড়িয়া এলাকা থেকে রনি সহ ৫ জনকে দেশীয় অস্ত্র সহ আটক করেছে বলে জানান । রনি গোলাবাড়িয়া এলাকার সানাউল হকের পুত্র,মন্জুর আহম্মদ (৩২) সে উক্ত এলাকার মৃত সালে আহম্মদের পুত্র, দিদারুল আলম (৩৫) ঐ ইউনুছের পুত্র , কামরুল ইসলাম (২০) পিতা আবুল কালাম, ওমর ফারুক (২৫) পিতা আবুল হাসেম । এদিকে বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে । ডিউটি অফিসার এস আই খন্দকার আজাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে ডাকাতির প্রস্তুতি কালে ও ৫ জন তিন জন ওয়ারেন্ট ভুক্ত ও ২জন শওকত সাহেবের শীপ ইয়ার্ড এস এম কর্পোরেশন এর নাইট গার্ড আবদুল হক (৫২) সে মীর শ্বরাই উপজেলার হাইতকান্দি এলাকার মৃত কাসেমের পুত্র উক্ত প্রতিষ্টানে ১৬ বছর নাইট গার্ডের চাকুরি করে আসছে। গ্রেপ্তার কৃত আবদুল্লাহ পরিবার জানান গত বৃহস্পতিবারে জাহাজের তার চুরি হয়েছে ভুয়া অভিযোগ সিকিউরিটি ইনচার্জ ও ম্যানাজার যোগসাজসে এই নাইট গার্ড কে ফাঁসানোর অভিযোগ করেন। ঐ এলাকার দেলোয়ার হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৪৫) কে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার কৃত মো: মহরম আলী প্র: হিরু (২৩) পিতা -ই্উনুছ, কালুশাহা নগর , ওয়ারেন্ট ভুক্ত ব্যবসায়ী গুলজার হোসেন পিতা মনোয়ার আলী, যুবরাজ টেডিং ভুইয়া টাওয়ার উত্তর বাজার ও রবিউল হোসেন (২৬) পিতা হাবিবুর রহমান উকিল পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, ২/১১/২০১৫ ইং সোমবার দুপুরে কোটে চালান দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *