সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / সীতাকুন্ডে রেলের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শৈলী‘র গণসচেতনতা মূলক প্রচার

সীতাকুন্ডে রেলের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শৈলী‘র গণসচেতনতা মূলক প্রচার

প্রেস বিজ্ঞপ্তি,১০অক্টোবর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
রেল ভ্রমন নিরাপদ করার লক্ষ্যে সীতাকুণ্ডের সমাজ উন্নয়ন সংস্থ্যা শৈলী‘র জনসচেতনতা মুলক প্রচার কার্যক্রম শুরু করেছে । এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন স্তরের যাত্রী সাধারণকে লিফলেট বিতরণীও ভিন্ন ভিন্ন মত বিনিময় সভা অনুষ্টিত হয়। শৈলী‘র প্রধান নির্বাহী মো. নাছির উদ্দিন অনিকে‘র পরিচালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সীতাকুন্ড স্টেশন মাস্টার মতিলাল বড়–য়া, কাট্রলী মহিলা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবুল কাসেম, কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, বীমাবিদ মৃণাল ভট্টাচার্য, রাজনীতিবিদ সাঈদ, জাহাঙ্গীর আলম, আব্দুল খালেক রুবেল, আইনের ছাত্র রিপন মুসলিম, কলেজ ছাত্রী ঝুমুর প্রমুখ।
বক্তারা বলেন, রেল একটি সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক বাহন, রেলগাড়িতে পাথর ছোঁড়া, অগ্নিসংযোগ, ভাঙচুর করা অপরাধ। ১৮৯০ সনের রেলওয়ে আইনের ১২ নং ধারা অনুযায়ী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, অগ্নিসংযোগ, ভাংচুরের জন্য একজন অপরাধীর ১০ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। তাই রাষ্ট্রীয় এ সম্পদটি রক্ষা করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *