সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / সীতাকুন্ডে ১০ মামলায় জামিন বিএনপির ২৮৮ নেতাকর্মীর

সীতাকুন্ডে ১০ মামলায় জামিন বিএনপির ২৮৮ নেতাকর্মীর

সেৌমিত্র চক্রবর্ত্তী ,১৯জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)- সীতাকুন্ডে ১০ মামলায় বিএনপির ২৮৮ নেতকর্মী জামিন লাভ করেছেন। গতকাল (মঙ্গলবার) হাইকোর্টের বিচারপতিদের পৃথক ৩টি বেঞ্চে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এই জামিন মঞ্জুর হয়। উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, সম্প্রতি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ’কে গ্রেপ্তারের প্রতিবাদে সীতাকুন্ডের বিভিন্ন স্থানে, রোড ব্যারিকেড ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব মামলায় ৬টি মামলা দায়ের হয়। এছাড়া এর আগে হরতালকালে সংঘটিত পিকেটিং ঘটনায় থানায় আরো বেশ কিছু মামলা দায়ের হলে শত শত নেতাকর্মীকে আসামি করা হয়। গতকাল (মঙ্গলবার) এসব মামলায় আসামি পক্ষ হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত মামলার আসামি সাবেক সীতাকুন্ড পৌরমেয়র আবুল কালাম আজাদ, বিআরডিপির চেয়ারম্যান ইউসুফ নিজামী ও আমার দেশের সাংবাদিক জহুরুল ইসলাম জহুরসহ অনেককে জামিন মঞ্জুর করেছে। সাংবাদিক জহিরুল ইসলাম জানান, গতকাল (মঙ্গলবার) মহামান্য হাইকোর্টের এনেক্স ভবনের ৬নং কোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম, ৩নং কোর্টে বিচারপতি মো. কামরুল ইসলাম ছিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসাইন এবং ৩০নং কোর্টের বিচারপতি মো. বোরহান উদ্দিনের পৃথক পৃথক বেঞ্চে আসলাম চৌধুরীর গ্রেপ্তার পরবর্তী ঘটনায় দায়েরকৃত ৬ মামলার ১৭২ জন ও পূর্বের ৪টি মামলার ১১৬ জনসহ মোট ২৮৮ জন বিএনপি নেতাকর্মী জামিন লাভ করেছেন। জামিনের কথা স্বীকার করে বিএনপি নেতা মো. আসলাম চৌধুরীর পিএস মঞ্জুরুল আলম মঞ্জু ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জহুরুল আলম জহুর বলেন, গতকাল হাইকোর্ট থেকে বিএনপির নেতাকর্মীরা জামিন লাভ করায় সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *