সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড আমিরাবাদে ৭ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

সীতাকুন্ড আমিরাবাদে ৭ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

মোহাম্মদ জাহেদ,১জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকুন্ডে আদালতের নির্দেশে প্রায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করেছে ৩ সন্তানের জননী রাবেয়া বেগম(৩৫) নামে এক গৃহবধুর। সোমবার সকাল ১১ টার সময় পৌর সদরের চৌধুরী পাড়া রেললাইনের সরকারী কবরস্থান থেকে সীতাকু- সহকারী কমিশনার ভূমি(নিবার্হী ম্যাজিষ্টেট) মোঃ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ লাশটি তুলে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করেন। মামলার বাদী ইকবাল হোসেন খান জানান,তার ছোট ভাই শওকত হোসেন খান অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর নায়ক পৌর সদরের আমিরাবাদ এলাকায় রাবেয়া বেগমকে বিয়ে করে জায়গা কিনে খান ভিলা নামে একটি বসতঘর তৈরী করে শশুরবাড়ির পাশে বসবাস করে আসছিল। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শওকত গত ৮/১০/২০১২ ইং তারিখে মৃত্যু বরণ করার ২ মাস পর তার স্ত্রী রাবেয়া বেগম গত ১১/১২/১২ইং তারিখে তার নিজ ঘরে ফাঁস খেয়ে মৃত্যু বরণ করেন। নিহত মহিলার বড় ভাইয়ের যোগসাজে লাশটি ময়নাতদন্ত না করে দাফন করায় বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দেয়। এরই প্রেক্ষিতে রাবেয়া বেগমের ভাশুর তার ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা করে মর্মে চট্টগ্রাম আদালতে ৫ জনকে আসামী করে মামলা নং ৩৫/১৩দায়ের করেন। মামলার মূলে আদালত লাশটির ময়নাতদন্তের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়। মামলার বাদী ইকবাল হোসেন খান আরো বলেন,আমার ভাইয়ের মূল্যবান বাড়িটি দখল করার জন্য আমার ভাইও তার স্ত্রীকে তারা পরিকল্পিত ভাবে হত্যা করে। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর জামাল বলেন,আমি এলাকার প্রতিনিধি ঠিক কিন্তুু উনারা এডিএম থেকে অনুমতি নিয়ে লাশ দাফন করে। সীতাকু- সহকারী কমিশনার ভূমি মোঃ আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এটা বিচারাধীন বিষয়,আমি লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করেছি। নিহত মহিলার শশুর বাড়ি ব্রাক্ষ্রনবাড়িয়া জেলার কসবা থানার সৈয়দাবাদ গ্রামে।এসআই নুরুন্নবী জানান মামলায় ৫জনকে আসামী করা হয়েছে। আসামীরা হল আবুল কাশেম, তাসলিমা আখতার,রাশেদা বেগম,মোমেনা বেগম,রহিমা বেগম। আসামীরা সবাই নিহত রাবেয়া বেগমের আপন ভাই,ভাবীও নিকট আত্মীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *