সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড কুমিরা বাজারের নির্বাচন বাতিল ঃ আহ্বায়ক সভাপতি হওয়ায় জটিলতা

সীতাকুন্ড কুমিরা বাজারের নির্বাচন বাতিল ঃ আহ্বায়ক সভাপতি হওয়ায় জটিলতা

খায়রুল ইসলাম,১৩ অক্টোবর(সীতাকুন্ড টাইমস )-
সীতাকুন্ড কুমিরা বাজারে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নিজেই সভাপতির দায়িত্ব নেওয়ায় আহ্বায়ক কমিটির কার্যক্রম বাতিল করেছে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহীন ইমরান। কুমিরা বাজার কমিটির সাবেক সেক্রেটারী সরোয়ার কামাল খোকন জানায় বড়কুমিরা বাজার কমিটির নির্বাচন পরিচালনা করার জন্য সর্বসম্মতিক্রমে মোঃ জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক করে একটি এডহক কমিটি করে। কিন্তু তিনি বাজারের কিছু ব্যবসায়ীকে সাথে নিয়ে প্যানেল করে নিজে সভাপতি হয়ে যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তিনি তড়িগড়ি করে ঈদপূজার মধ্যেই নির্বাচনী কার্যক্রম শুরু করে। তফসিল ঘোষনার দিন আহ্বয়ক জাহাঙ্গীর পদত্যাগের ঘোষনা দিয়ে নিজেকে সভাপতি প্রার্থী বলে পরিচিতি হয়। পরবর্তীতে ব্যাবসায়ীরা স্থানীয় এমপি ও ইউএনওকে লিখিত অভিযোগ দেয়।

এডহক কমিটির আহ্বায়কের পদত্যাগ সংক্রান্ত জটিলতার কারনে ইউএনও শাহীন ইমরান বড়কুমিরা বাজার কমিটির নির্বাচন পরিচালনার অনুমতি বাতিল করেন(স্মারক নং ৭১৯,১২.১০.১৩)। উল্লেখ্যযে গত ১অক্টোবর তফসিল ঘোষনা করে ১৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। ব্যাবসায়ীরা জানান এরি মধ্যেই মনোনয়ন ফরম জমা দেওয়া নেওয়া শেষ করে সভাপতি পদ সহ কয়েকটি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে। কিন্তু ব্যবসায়ীরা অনেকেই এ নির্বাচন বয়কট করে। ঈদ বন্ধের মধ্যেই নিব্র্াচনী কার্যক্রম পরিচালনা করে একটি চক্র বাজার কমিটির গুরুত্ব পূর্ণ পদগুলো দখল করতে চেয়েছিল বলে অভিযোগ করেন ব্যবসয়াীরা। এদিকে বাজার কমিটির সাবেক সভাপতি ইদ্রিচ সওদাগরসহ কয়েক ব্যবসায় হজে থাকায় নির্বাচন আরও কয়েকদিন পরে করার লিখিত অভিযোগ দেওয়ার পরও এডহক কমিটি তাড়াহুড়া করে নির্বাচন সম্পন্ন করার যাবতীয় কার্যক্রম শেষ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *