সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড শংকর মঠ ও মিশনে বিশ্বশান্তি গীতাযজ্ঞের আয়োজন

সীতাকুন্ড শংকর মঠ ও মিশনে বিশ্বশান্তি গীতাযজ্ঞের আয়োজন

সবুজ শর্মা,২মে (সীতাকুন্ড টাইমস ডটকম)-
চতুর্থ আর্চায্য দেব ও পরমহংস ১০০৮ শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের পুষ্প সমাধি উৎসব উপলক্ষে সীতাকু- শংকর মঠ ও মিশনের উদ্যোগে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। শক্রবার সকাল ১০ টায় মঠ প্রাঙ্গনে শংকর মঠ অধ্যক্ষ ও পঞ্চম আর্চায্য দেব শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের পৌরহিত্য এ গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী মুক্তানন্দ গিরি,স্বামী আত্মানন্দ গিরি, স্বামী সংবিধানন্দ গিরি,স্বামী হরিকৃপানন্দ গিরি, শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ রুপকানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ তাপসানন্দ ব্রহ্মচারী,শ্রীমৎ মিহিরানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ বিমলানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ ব্রজানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ বিভীষণ ব্রহ্মচারীসহ অন্যান্য মহাত্মা মহারাজবৃন্দ। শ্রীমৎ তাপসানন্দ ব্রহ্মচারী সার্বিক সহযোগিতায় দুপুর ১২ টায় দীক্ষা প্রদান শেষে আগত ভক্তদের মহাপ্রসাদ বিতরন করা হয়।
সনাতন ধর্মের এ দিক নির্দেশক ১৩১৫ বঙ্গাব্দ ৫ অগ্রহায়ন ১৯০৮ সালের ২২ নভেম্বর চট্টগ্রামের মীরস্বরাই উপজেলার রাজাপুর গ্রামে সম্ভ্রান্ত ধর্মানুরাগী পরিবারে জন্মগ্রহন করেন। তিনি সফলতার সাথে স্কুল জীবনের পাঠ সমাপ্ত করে ১৯৩২ সালে গৃহত্যাগের পর সীতাকু- শংকর মঠে এসে তৃতীয় আর্চায্যদেব শ্রী শ্রীমৎ স্বামী স্বরুপানন্দ গিরি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহন করেন। সনাতন ধর্মের মহাপুরুষ ও গীতা সুধাকর শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি ১৪১২ বঙ্গাব্দের ১৯ চৈত্র কলকাতার কুঠারী হাসপাতালে রাত সাড়ে ১২টায় দেহত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *