সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / হাইকোর্ট থেকে সব মামলার জামিনের পরও বিএনপি’র কেন্দ্রিয় নেতা আসলাম চৌধুরীর বাড়ীতে পুলিশী হানা

হাইকোর্ট থেকে সব মামলার জামিনের পরও বিএনপি’র কেন্দ্রিয় নেতা আসলাম চৌধুরীর বাড়ীতে পুলিশী হানা

Picute of Aslam Chyআব্দুল্লাহ আল ফারুক,১ফেব্রুয়ারী(সীতাকুন্ড টাইমস ডটকম)- বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরীর বাড়ীতে হানা দিয়েছে পুলিশ। উল্লেখ্য বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে হরতাল অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ীতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় সীতাকুন্ড থানা পুলিশ ১১টি মামলা দায়ের করেন। এসব মামলায় আসলাম চৌধুরী গত ২৮ জানুয়ারী বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের যৌথ বেঞ্জ থেকে ৬ সপ্তাহের আগাম জামিন লাভ করেন। কিন্তু ফৌজদারহাট ষ্টেশনস্থ আসলাম চৌধুরীর বাড়ীতে ৩১ জানুয়ারী শুক্রবার গভীর রাতে একদল পুলিশ বাড়ীতে গিয়ে তার ব্যাপারে জানতে বাড়ীর দারোয়ানদের বাড়ীর গেইটে জিজ্ঞেসাবাদ করেন। বাড়ীর কর্মরত দারোয়ান আমির জানান, আমাকে বাড়ীর গেইট খুলতে বললে আমি তাদের পরিচয় জানতে চাইলাম, তারা তাদের পরিচয় না দেওয়াতে আমি মালিকের নির্দেশ ছাড়া গেইট খুলতে পারবনা বলে তাদেরকে জানাই। কারণ সম্প্রতি পুলিশ ও র‌্যাবের পোশাকে অনেক অঘটন ঘটছে, বর্তমান পরিস্থিতি মাথায় রেখে দায়িত্ব পালনের জন্য বলেছেন আমার মালিক। পুলিশ বার বার আমাকে গেইট খুলে দেয়ার জন্য বললেও আমি আসলাম চৌধুরী সাহেব দেশের বাহিরে আছেন বর্তমানে বাড়ীতে কেউ নেই। সুতরাং মালিকের নির্দেশ ছাড়া গেইট খুলতে পারবনা বলে তাদেরকে জানাই। তারপরও আমি গেইটের ছোট ছোট ফাঁক দিয়ে তাদের পোশাকের উপর লিখা থাকা নামটি দেখার চেষ্ঠা করি ,পোশাকে থাকা নাম দেখতে পাইনি। কিছু সময় গেইটের সামনে অপেক্ষা করে তারা চলে যায়। এব্যাপারে সীতাকু- থানার ওসি ইফতেখার হাসান বলেন, সীতাকু- থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলায় তিনি জামিনে রয়েছেন। পুলিশি অভিযানের ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে ডিবি পুলিশের কোন টিম আসতে পারে বলে তিনি ধারনা করছেন। সব মামলায় জামিনে থাকলেও কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে হয়রানি করার উদ্যেশ্যে তার বাড়ীতে পুলিশের অভিযানের তীব্র নিন্দা জানান, সীতাকু- থানা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *