সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / আইসিটির যুগে মেধাশূণ্য জাতি নিয়ে দেশ এগিয়ে যেতে পারে না-জাফরনগর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তিতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

আইসিটির যুগে মেধাশূণ্য জাতি নিয়ে দেশ এগিয়ে যেতে পারে না-জাফরনগর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তিতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,১৭জানুয়ারী(সীতাকুণ্ড টাইমস)- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন,বর্তমানে আইটির যুগে মেধাশূন্য জাতি নিয়ে দেশ কখনও এগিয়ে যেতে পারে না। আর সে লক্ষেই বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন। যা অন্যকোন সরকারের পক্ষে সম্ভব হয়নি। তিনি আরও বলেন প্রাচীনতম জাফর নগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়টি কলেজে রূপান্তরীত করতে আমাদের শতভাগ সহযোগীতা থাকবে। তিনি বলেন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব অগ্রাধিকার দিচ্ছে। sitakundtimes17শিক্ষার্থীদের মৌলিক চিন্তাকে বিকশিত করতে সৃজনশীল প্রশ্নপত্র চালু করছে। ক্রমান্বয়ে শিক্ষার হার বাড়ছে, এ হার আগামী ২০২১ সালের মধ্যে শতভাগে উন্নীত হবে ইনশাল্লাহ।
আজ শনিবার সকালে সীতাকু- উপজেলার জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন দিদারুল আলম এমপি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এইচ.এম.তাজুল ইসলাম নিজামীর সভাপতিত্বে দিনব্যাপী প্রথম পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সীতাকু- উপজেলা চেয়ারম্যান এস.এম.আল-–মামুন, সীতাকু- উপজেলা নির্বাহী অফিসর মোঃ শাহীন ইমরান, প্রফেসর, শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন, ডা: মোঃ ফেরদৌস কামাল ভূঁইয়া, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কান্তি চৌধুরী, সদস্য সচীব বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ বেলাল হোসেন।

এ.এম দিদারুল আলম ও আরিফ মঈনুদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আজাদীর চীপ রিপোর্টার হাসান আকবর, ডা:সঞ্জয়,মোস্তাফিজুর রহমান,আহমদুর রহমান চৌধুরী, আবুল কালাম আজাদ চৌধুরী, কামাল উদ্দিন ভূইয়া ও আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী।
sitakundtimes-17.1
২য় পর্বে স্মৃতিচারণ ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান শফকত পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর ড. মো. ফসিউল আলম,বিশিষ্ট সমাজসেবক একেএম আবু তাহের বিএসসি, সীতাকুন্ড মহিলা কলেজের অধ্যক্ষ জরিনা আক্তার প্রমুখ।
৩য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন টিভি , বেতার ও ব্যান্ড শিল্পীবৃন্দ ।
সকাল হতে দিনব্যাপী এই অনুষ্ঠানে হাজার হাজার নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গন হয়ে উঠে প্রাণবন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *