সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / আল্লাহর ওয়াস্তে চলছে হরতাল || সীতাকুন্ডে রাজপথ পুলিশের দখলে ||

আল্লাহর ওয়াস্তে চলছে হরতাল || সীতাকুন্ডে রাজপথ পুলিশের দখলে ||

নিজস্ব প্রতিবেদক,২৬ মে (সীতাকুন্ড টাইমস ডটকম)hartal-pic
তত্ত্বাবধায়ক সরাকারের পুনর্বহাল,নেতাকর্মীদের মুক্তির দাবীতে ১৮ দলের ডাকা সকাল সন্ধা হরতাল সারাদেশের মত সীতাকুন্ডেও চলছে। কিন্তু সকাল থেকেই কোন স্পটে হরতালের সমর্থনে বা হরতাল বিরোধী চলেনি কোন মিছিল মিটিং। পুলিশ প্রতিটা স্পটেই পূর্বের মত অবস্থান নিয়ে সতর্কাবস্থা ছিল। গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগের মত ঘটনা ঘটেনি। ফলে পুলিশকে আজকের হরতালে অলস সময় কাটাতে দেখা গেছে। সকাল থেকে কোন যাত্রীবাহী বাস না চললেও ট্রাক,সিএনজি ট্যাক্সি চলতে দেখা গেছে। মাঠে ছিলনা জামায়াত বিএনপির নেতা কর্মীরা। অনেকটা ঢিলাঢালা ভাবে চলছে হরতাল। বিএনপির এক নেতা জানায় প্রতিটি হরতালে পিকেটিং করলেই গাড়ি ভাংচুর হয় এর পর থানায় হয় নেতাকর্মীদের নামে মামলা। মামলায় জর্জরিত জামায়াত বিএনপির হাজার নেতা কর্মীরা। মামলার ভয়ে অনেকটা পিকেটিং করছেনা বলে জানিয়েছে ১৮দলের নেতারা। বিএনপির এক কর্মী জানায় আজকের হরতাল হচ্ছে আল্লাহর ওয়াস্তে। সীতাকুন্ড পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আযাদ বলেন জনগনের স্বতঃস্ফুর্ত হরতাল পালন থেকে বুঝা যায় দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগন কোন নির্বাচন মেনে নিবেনা। সরকার শুধু আলোচনার নামে সময় ক্ষেপন করছে, সময় থাকতে সংসদে তত্ত্বাবধায়ক বিল পাশ করে অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ সৃষ্টি না করলে দেশ মহাসংকটে পড়বে বলে তিনি জানান।
সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানায় আজকের হরতালে কোথাও কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি। সীতাকুন্ডের প্রতিটি স্পটে পুলিশের টিম ছিল। এ ছাড়াও বিজিবি র‌্যাব সদস্যরা টহলরত ছিল পুরো সীতাকুন্ডে। গাড়ি চলতে এ পর্যন্ত সীতাকুন্ডে কোথাও কোন বাধা ছিলনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *