সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / আসলাম চৌধুরীর মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহারে দাবিতে মিরসরাইয়ে রোববার সকাল সন্ধ্যা হরতাল

আসলাম চৌধুরীর মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের মামলা প্রত্যাহারে দাবিতে মিরসরাইয়ে রোববার সকাল সন্ধ্যা হরতাল

মিরসরাই প্রতিনিধি,১৭জানুয়ারী(সীতাকুণ্ড টাইমস)-hartal

মিরসরাইয়ে রবিবার (১৮ জানুয়ারী) সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে উপজেলা যুবদল ও ছাত্রদল। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী ও মিরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম, যুগ্ন আহবায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম মিয়াজী সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারী) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অচি মিয়া পোলের সামনে মিছিল নিয়ে সদরের দিকে আসার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়।

পরবর্তীতে মিছিলটি ঘুরে লতিফিয়া গেইটের সামনে গিয়ে একটি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে উপজেলা ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন রবিবার মিরসরাই উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেন।

সমাবেশে অন্যানের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজিম উদ্দিন, মিরসরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন, আলমগীর হোসেন, ছাত্র সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, কামরুল হাসান (নিপু), মো. সাব্বির হোসেন, মোজাম্মেল হোসেন, ছাত্রদল নেতা মো. পারভেজ, সেলিম, হারুন, মনসুর, জামশেদ, মির আলম, রাজু, সালমান, বিপ্লব, আনোয়ার, হকসাব, রুম্মান, মামুন, বাদশাহ, রুবেল সহ প্রমুখ।

উপজেলা যুবদলের আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন জানান, আওয়ামীলীগ সরকার মিথ্যা অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও মিরসরাই উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে রোববার মিরসরাইয়ে সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

বিএনপি জোটের ডাকা টানা অবরোধের ১২তম দিনেও উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা মূলক কর্মকান্ড এড়াতে দুই প্লাটুন বিজিবির পাশাপাশি পুলিশ ও র‌্যাবের গাড়ীর টহল অব্যাহত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *