সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / ঈদের আগে বেতন বোনাস না দিয়ে ক্রিষ্টাল শিপ ব্রেকিং ইয়ার্ডে শ্রমিক ছাটাইয়ের অভিযোগ

ঈদের আগে বেতন বোনাস না দিয়ে ক্রিষ্টাল শিপ ব্রেকিং ইয়ার্ডে শ্রমিক ছাটাইয়ের অভিযোগ

নন্দন রায়, ২৮ জুন সীতাকুন্ড টাইমস ঈদের আগে সীতাকুন্ডে শীপ ব্রেকিং শ্রমিকদের চাকুরী থেকে ছাটাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল সাগর উপকূলে অবস্থিত ক্রিষ্টাল শীপ ব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজ ভাঙ্গার কারখানা ঈদের আগে প্রায় ৫০ জন শ্রমিককে
চাকুরীথেকে ছাটাই করেছে। গত সোমবার বিকালে ইয়ার্ড কর্তৃপক্ষ শ্রমিকদের বলেন, তোমরা আগামীকাল মঙ্গলবার থেকে আর কাজে আসবে না।
মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা মালিকের এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে ক্রিষ্টাল শীপ ব্রেকিং ইয়ার্ড
(জাহাজ ভাঙ্গার কারখানা) এর গেইটের সামনে অবস্থান নেন। শ্রমিকরা জানান, আমরা অনেকদিন ধরে এই ইয়ার্ডে কাজ করছি। মালিক আমাদের প্রতিশ্রুতি দিয়ে ছিল সাতাশ রোজা পর্যন্ত কাজ করে ঈদ বোনাস দিয়ে ছুটি দিবেন। কিন্তু তারা আমাদের ঈদের প্রায় আট দিন আগে বেতন বোনাস ছাড়া চাকুরীতে থেকে বিদায় করে দেন। আমরা কোথায় যাব, কি খাব, পরিবারের সাথে কিভাবে ঈদ করব।
ইয়ার্ড পরিচালক মোঃ গিয়াস উদ্দিন জানান, আমাদের কারখানায় আরো বিশ দিন আগেই কাজ শেষ হয়ে গিয়েছে। তার পরেও আমরা তাদেরকে স্বল্প কাজ করে বেতন দিয়েছি। এখন আমাদের ইয়ার্ডে
কোন মালামাল ও জাহাজ নেই। তাই তাদেরকে আবার ঈদের পরে জাহাজ আসলে আসতে বলেছি। শীপ ব্রেকিং শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ
সম্পাদক মোঃ আবদুর রহিম মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, শ্রমিকদের ঈদের আগে বেতন বোনাস ছাড়া চাকুরী থেকে ছাটাই করার
বিরুদ্ধে শ্রম আইনে আমরা শ্রম আদালতে
মামলা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *