সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কাল থেকে ৪ দিনের হরতাল ঃ সীতাকুন্ডে আবারও গাড়ি ভাংচুর

কাল থেকে ৪ দিনের হরতাল ঃ সীতাকুন্ডে আবারও গাড়ি ভাংচুর

Sitakund janjot agon pic-kখায়রুল ইসলাম,৯ নভেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
১৮দলের ৪ দিনের হরতালে শুরু হচ্ছে কাল থেকে। হরতালকে সামনে রেখে ১৮দলের নেতাকর্মীরা সীতাকুন্ড উপজেলা সদর, উত্তর বাইপাস,পন্থিছিলা,শুকলাল হাট বাজারে আবারও ২০/৩০টি গাড়ি ভাংচুর করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসময় বিক্ষোব্ধ কর্মীরা গাড়ি এলোপাতাড়ি করে আবারও রাস্তা অবরোধ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে হিমশিম কাচ্ছে প্রতিনিয়ত। অভিজ্ঞমহল মনে করছে রাজনৈতিক অস্থিতিশীল না কাটলে সীতাকুন্ডে ভাংচুর অবরোধ রোধ করতে পারবে পুলিশ র‌্যাব বিডিয়ার। তবে উপজেলা প্রশাসন রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করে শান্তিপূর্ণ কর্মসূচী পালনে পুলিশের বাধা না দেওয়া বা গণহারে মামলা ও গ্রেফতার না করলে সীতাকুন্ডের পরিস্থিতি শান্ত হতে পারে বলে ধারনা করছে নির্যাতিত নেতাকর্মীরা। ১৮দলের বেশ কয়েকজন নেতাকর্মী জানিয়েছে গাড়ি না ভাংলেও মামলা, এলাকায় না থাকলেও মামলার বোঝা কাঁদে নিয়ে চলতে হচ্ছে। তাই দুইশাতাধিক মিথ্যা মামলার দুইহাজার আসামী এখন সীতাকুন্ডে বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়ন করছে। এদিকে বিএনপি নেতা জহুরুল আলম জহুর জানায় কাল থেকে ১৮দলের ডাকা ৪দিনের হরতাল সীতাকুন্ডে পালিত হবে। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একত্রিত হয়ে িসীতাকুন্ডে বিভিন্ন স্পটে পিকেটিং করবে। তিনি জনগনকে শান্তিপূর্ণ হরতাল পালনের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনা সরকারকে উৎখাতে সহায়তাকরার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *