সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস চুলা বিস্ফোরন, আহত ৭

কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস চুলা বিস্ফোরন, আহত ৭

কামরুল ইসলাম দুলু,১৭ আগষ্ট(সীতাকুন্ড টাইমস)
সীতাকুন্ড উপজেলার কুমিরা সুলতানা মন্দির
এলাকায় বুধবার দুপুরে জিপিএইচ ইস্পাত(রড তৈরীর কারখানা) কারখানায়  শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে ফার্নেস চুলা বিস্ফোরিত হয়। এতে অগ্নিদ্ধ হয়ে সুপার ভাইজারসহ ৭জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে । তার মধ্যে ৩ জনের অবস্হা আশংখাজনক বলে হাসপাতাল সূত্রে জানাযায়, কারখানা ও পুলিশ সূত্রে জানাযায়, আজ দুপুরে উক্ত কারখানার ফার্নেস চুলা বিস্ফোরণে কারখানা এলাকায় লোকজন ছুটাছুটি শুরু করে। এ সময় ফার্নেস চুলার আগুনে দগ্ধ হয়ে কারখানার সুপারভাইজারসহ ৭ জন গুরুতর আহত হন। অগ্নিদগ্ধদের আহতবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  অগ্নিদগ্ধরা হলেন, কুড়িগ্রাম পুরাতন স্টেশন এলাকার শংকর কুমার রায়ের ছেলে জয়ন্ত কুমার রায় (৩৬), চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা মসজিদ্দা এলাকার মৃত অনু মিয়ার ছেলে আলী আশরাফ (৪১), ফটিকছড়ি নারায়নহাটপাকানিয়া এলাকার সুলতান আহম্মদের ছেলে মো. আবু তৈয়ব (২৫), কুমিল্লা লাঙ্গলকোট হেয়াপোরা এলাকার মৃত আনিসুল হকের ছেলে সুপারভাইজার মো. শাহজাহান (৫২), গাইবান্দা পশ্চিম গুপ্ততলা এলাকার মো. আব্বাস আলীর ছেলে মো.রাসেল (২১) ও অগ্নিদগ্ধ বাকি ২ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। ফ্যাক্টরীর ফার্নেস চুলা বিস্ফোরণের বিষয়ে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মো. সাইফুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি দূর্ঘটনার খবর  ঘটনাস্থলে গিয়েছি, এখন আহতের দেখতে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে যাচ্ছি। এ বিষয়ে মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *