সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / কুমিরায় জেলেদের ২গ্রুফের সংঘর্ষে ঃ বাড়িতে ভাঙচুর-লুটপাট, ককটেল বিস্ফোরণ, আহত ২০

কুমিরায় জেলেদের ২গ্রুফের সংঘর্ষে ঃ বাড়িতে ভাঙচুর-লুটপাট, ককটেল বিস্ফোরণ, আহত ২০

কুমিরা প্রতিনিধি, ২২ এপ্রিল(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডের কুমিরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের নারী, বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় কুমিরা ঘাটঘর জেলে পল্লীর লোকনাথ মন্দিরের পুরোহিত রুপ জলদাশের সাথে মন্দিরের পানি ছুঁড়ে ফেলাকে কেন্দ্র করে তার ভাই গৌর জলদাশের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এলাকার কিছু মানুষ দুই পক্ষে বিভক্ত হয়ে মারামারিতে লিপ্ত হয়। এ ঘটনার জেরে এক পক্ষ এলাকার মহিউদ্দিন, আবচার ও ফছিউল আলমসহ আরো কয়েকজনকে নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালালে উপরিউক্ত যুবকরা গৌর জলদাস, হরিহর জলদাশ, ক্ষুদিরাম ও সুবলের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে ভুক্তভোগীরা জানান। শুধু তাই নয়, সন্ত্রাসীরা বাড়ির মহিলাদেরও ব্যাপক মারধর করে। সংশ্লিষ্টরা জানান, দফায় দফায় সংঘর্ষ ও হামলায় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, গৌর জলদাশ, রুপ জলদাশ (সাধু), রাম দাশ, ক্ষুদিরাম দাশ, সুবল দাশ, হরিহর দাশ, বাবুল দাশ, সুমি দাশ, হেমলতা দাশ, নীলুবালা দাশ, নমিতাবালা দাশ, আলোরানী দাশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানান, ঘটনার পরপর পুলিশে খবর দেওয়া হলেও তারা যথাসময়ে ঘটনাস্থলে না যাওয়ায় বহিরাগত সন্ত্রাসীরা এলাকায় কয়েক ঘণ্টা ধরে নির্বিচারে তান্ডব চালিয়ে লুটপাট করে। বিশেষত রামদাশ, ক্ষুদিরাম ও সুবলের ঘরে যাবতীয় আসবাব ভাঙচুর ও নারী-পুরুষ নির্বিশেষে সবার উপর তুমুল নির্যাতন করে সন্ত্রাসীরা। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ছুটে গেছে। সেখানে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *