সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কুমিরা লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের একাডেমী ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন এমপি দিদারুল আলম

কুমিরা লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের একাডেমী ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন এমপি দিদারুল আলম

sitakundtimesনিজস্ব প্রতিবেদক,১৯জানুয়ারী(সীতাকুন্ড টাইমস)- বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বছরের শুরুতেই সরকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে। সরকার শিক্ষাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ডিজিটালের ছোঁয়া লেগেছে এখন সকল শিক্ষা প্রতিষ্ঠানে। আইসিটিতে ব্যাপক ভূমিকা রাখছে সরকার। মঙ্গলবার সকালে সীতাকুণ্ড ছোটকুমিরা লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের নিমীয়মান ভিত্তিপ্রস্থর স্থাপনকালে স্থানীয় সাংসদ,শ্রম ও প্রবাসি কল্যান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথা বলেন । তিনি মঙ্গলবার সকালে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে নির্মিত ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজমুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে ভিত্তিপ্রস্থর স্থাপন পরবর্তী আলোচনা সভায় অতিথি ছিলেন কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক মোরশেদ চৌধুরী।
কলেজের প্রভাষক মো.মেহেদি হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া,কলেজ প্রভাষক যথাক্রমে শামসুল হুদা,লতিফা কবির,জহিরুল আলম চৌধুরী,পারভিন আক্তার,ওসমান গনি,সুসমিতা সুলতানা,আবছার উদ্দিন,মৃনা চক্রবর্তী ও লতিফা সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.লোকমান হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *