সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পুলিশি বাধা

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পুলিশি বাধা

বিএনপি ১প্রেস বিজ্ঞপ্তি,৭ নভেম্বর (সীতাকুণ্ড টাইমস)-
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্য চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচী সকালে চট্টগ্রাম ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ করার জন্য সমবেত হন। কিন্তু বিপ্লব উদ্যানের সব গেইট বন্ধ করে দিয়ে পুলিশ অবস্থান নেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক আসলাম চৌধুরী উপস্থিত থাকার কথা থাকায় বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ সকাল ৯টা থেকে শপিং কমপ্লেক্সের পিছনে জমায়েত হয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ পুলিশের অবস্থা দেখে পুলিশের উপরস্থ কর্মকর্তার সাথে কথা বলেন। পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয়। কাউকে কোন প্রকার বিপ্লব উদ্যানে প্রবেশ করতে দেওয়া হবে না। উপরের নির্দেশ আমাদের পালন করতে হবে। এর পর চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে মহানগর নেতৃবৃন্দ আসলে একই ভাবে পুলিশ বাঁধা দেয়। পরে মহানগর বিএনপি নেতৃবৃন্দ প্রতিবাদ মিছিল করে শেষ করে চলে যায়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ পুনরায় পুলিশের প্রতি অনুরোধ জানান। তারা পুস্পমাল্য অর্পণ করে চলে যাবেন। কিন্তু পুলিশ তাদের সিদ্ধান্তে অঠল। উত্তর জেলা বিএনপিও আসলাম চৌধুরীর নামে শ্লোগান দিয়ে চট্টগ্রাম শপিং কমপ্লেক্স বাটার সামনে প্রতিবাদ সভা করে কর্মসূচী শেষ করে। তার কিছুক্ষণ পর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি বিপ্লব উদ্যানে আসেন। জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলামের নেতৃত্ব ৫/৬ মাইক্রোবাস নেতাকর্মী আসেন। পুলিশের সাথে কথা বলেন দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি এনামুল হক। তাদের কে একই উত্তর দিয়েছে পুলিশ ফলে পুলিশি বাঁধায় পুস্পমাল্য অর্পণ করতে পারেনি চট্টগ্রাম বিএনপি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *