সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সেক্রেটারী আসলাম চৌধুরীকে জেল হাজতে প্রেরণ || সীতাকুন্ডে রাস্তা ব্যারিকেড, পুলিশের গুলি ||

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সেক্রেটারী আসলাম চৌধুরীকে জেল হাজতে প্রেরণ || সীতাকুন্ডে রাস্তা ব্যারিকেড, পুলিশের গুলি ||

নিজস্ব প্রতিবেদক, ৬ জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)- bnp-sahadat-pic-times
বিএনপির কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধূরীর জামিনের আবেদন বাতিল করে তাকে জেল হাজতে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
৬জুন বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আব্দুল কুদ্দুসের আদালতে হাজির হয়ে গাড়ি ভাংচুরের একটি মামলায় জামিনের আবেদন জানালে আদালত আবেদন না মন্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দ্দেশ দেন।
আসলাম চৌধুরীর পক্ষের আইনজীবি এডভোকেট নাসিমা আক্তার বলেন, ০৮/৪/২০১৩ এর একটি মামলায় আজ ৬ষ্ঠ বারের মত হাজিরা দিতে এলে আদালত ৩ জনের জামিন বহাল রেখে শুধু আসলাম চৌধূরীর জামিন বাতিল করে দেন। এ মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে আছেন।
এদিকে আসলাম চৌধুরীকে জেল হাজাতে প্রেরনের সংবাদটি সীতাকুন্ডে পৌঁছার সাথে সাথে বিএনপির নেতা কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাড়বকুন্ড বাজারে বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করে রাস্তা ব্যারিকেড দেয়। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশসহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। দুপুর ২ টার সময় রোড ব্যারিকেডের কারনে গাড়ি চলেনি। স্থানীয় সাংবাদিক ফারুক জানায়  দুরদুরান্তের যাত্রিরা পায়ে হেটে চলছে। তিনি আরো জানায় বাড়বকুন্ড বাজারের দুই পাশে রোড ব্যারিকেড রয়েছে।Lion Aslam Chowdhury
উল্লেখ্য যে কেন্দ্রিয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সীতাকুন্ডে গাড়ি ভাংচুর করায় পুলিশ বাদী হয়ে গত ৮ এপ্রিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সেক্রেটারী লায়ন আসলাম চৌধুরীকে প্রধান আসামী করে সীতাকুন্ড বিএনপির ৪৩ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *