সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / ছোটদারগার হাট বসতঘর থেকে ২৯টি বিষাক্ত সাপ উদ্ধার

ছোটদারগার হাট বসতঘর থেকে ২৯টি বিষাক্ত সাপ উদ্ধার

1214আবুল খায়ের,২ অক্টোবর (সীতাকুন্ড টাইমস ডটকম)
সীতাকুন্ড ছোটদারগারহাট এলাকায় একটি বসতঘর থেকে ২৯টি ছোটবড় বিষধর গোখড়া সাপ এবং ৩০টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়,গত মঙ্গলবার রাতে পশ্চিম লালানগর গ্রামের আহমদ সোবাহান এর বাড়ীর মোহরম আলীর ঘরে কয়েকটি সাপ দেখে সাপুরেকে খবর দেয়।
মিরসরাই জোড়ার গঞ্জ থেকে আসা সাপুড়েরা বসত ঘরের ভিটার ভিতর থেকে সাপের বাচ্চা সহ ২৯টি ছোট ও বড় গোখড়া সাপ গর্তের ভিতর থেকে আটক করে। সাপগুলো উদ্ধারের পর ঐ বাড়িতে স্বস্তি ফিওে আসলেও কৌতুহলী শতশত জনতা সাপ পাওয়ার ঘটনা শুনার পর এক নজর দেখার জন্য ভীড় জমায় ঐ বাড়িতে। রাতেই সাপুড়ের সাপগুলো নিয়ে চলে যায়। বুধবার সারাদিন ঐ বাড়িতে সাপ দেখার জন্য আসতে থাকে মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *