সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / কুমিরায় ইউপি উপ নির্বাচনে জামায়াত নেতার বিজয়

কুমিরায় ইউপি উপ নির্বাচনে জামায়াত নেতার বিজয়

up nirbasan picকুমিরা প্রতিনিধি.৩ অক্টোবর (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড কুমিরা ইউপির ৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য পদের উপ নির্বাচনে জামায়াত নেতা ইব্রাহিম খলিল জয় লাভ করেছে। সূত্রে জানাযায় ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় পদটি শুণ্য হয়ে যায় ৩ অক্টোবর এ পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ জন প্রার্থী হয়।
নির্বাচন অফিস সূত্রে জানাযায় ইব্রাহিম খলিল আপেল প্রতীক নিয়ে ৯৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী রশিদ আহমদ পেয়েছে ৮০০ ভোট। উপনির্বাচনে আরেক প্রার্থী আব্দুল মান্নান ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৪০২ ভোট। প্রিজাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন জানায় কেন্দ্রে ভোট গননার পর ইব্রাহিম খলিলকে বিজয় ঘোষনা করা হয়েছে।
ছোটকুমিরা মছজিদ্দা গ্রামটিতে প্রায় ৮৫০ ভোট সংখ্যালঘু হওয়ার পরও ওয়ার্ডটিতে জামায়াত নেতা ইব্রাহিম খলিল জয়লাভ করেছে। স্থানীয় সুজন শীল জানায় ১৮দলের সমর্থীত প্রার্থী ইব্রাহিম খলিলকে আমরা হিন্দু সম্প্রদায়ের একটি গ্রুপ ভোট দিয়েছি। একই কথা বলেছে স্থানীয় সুমন ও কাঞ্চন দাশ।
এদিকে জামায়াত নেতার জয়লাভের পর পুরো এলাকায় আনন্দের জোয়ার আসে। এসময় কুমিরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মুকুল জানায় এটি একটি ব্যতিক্রম নির্বাচন। এনির্বাচনের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের প্রতিফলন ঘটেছে। তিনি সবাইকে শান্ত থেকে আগামী সংসদ নির্বাচনে ১৮দলের প্রার্থীকে এভাবে বিজয় করার জন্য আহ্বান জানায়।
এদিকে জামায়াত নেতা ইব্রাহিম খলিল ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা ভাইচ চেয়ারম্যান এড.মোস্তাফা নুর ,উপজেলা জামায়াতের আমীর শফিকুল মাওলা, সেক্রেটারী মোঃ তাহের,পৌর জামায়াতের সভাপতি তৌহিদুল হক চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *