সংবাদ শিরোনাম
Home / বিশ্ব সংবাদ / পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ

পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ

সীতাকুণ্ডনিজস্ব ডেস্ক,২৩নভেম্বর(সীতাকুণ্ড টাইমস): জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ ঘোষণা দিয়েছেন, তার স্ত্রী তাদের প্রথম সন্তান জন্ম দেয়ার পর তিনি দুই মাস পিতৃত্বকালীন ছুটি নেবেন।

তিনি শুক্রবার তার ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কন্যা পৃথিবীতে আসার পর আমি দুই মাস পিতৃত্বকালীন ছুটি নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘সমীক্ষায় দেখা গেছে, যখন কর্মজীবী বাবা-মা তাদের সদ্যজাত শিশুর সঙ্গে সময় কাটান তখন ওই শিশু ও পরিবারের জন্য তা মঙ্গলজনক হয়।’

ক্যালিফোর্নিয়া ভিত্তিক ফেসবুক তাদের কর্মীদের পূর্ণ বেতনে চারমাসের মাতৃত্বকালীন বা পিতৃত্বাকলীন ছুটি দেয় এবং কর্মীরা বছরের যেকোন সময় তাদের পছন্দমত সময়ে ছুটি কাটাতে পারেন।

জুকারবার্গ ও তার চিকিৎসক স্ত্রী প্রিসিলা গত জুলাই মাসে প্রকাশ করেন, তারা প্রথম কন্যা সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। এর আগে তার স্ত্রীর কয়েকবার গর্ভপাত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *