সংবাদ শিরোনাম
Home / জাতীয় / পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারায় অবিভাবককে পৌঁছাতে পারছেন না উদ্ধার কর্তা || সীতাকুন্ডের অবুঝ শিশু জসীম সাতকানিয়ায় কাঁদছে ||

পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারায় অবিভাবককে পৌঁছাতে পারছেন না উদ্ধার কর্তা || সীতাকুন্ডের অবুঝ শিশু জসীম সাতকানিয়ায় কাঁদছে ||

sitakund student jashim picসৌমিত্র চক্রবর্তী,১৫আগষ্ট (সীতাকুন্ড টাইমস ডটকম)-
নিজের এবং মা-বাবার নাম বলতে পারলেও পূর্ণাঙ্গ ঠিকানা বলতে না পারায় সীতাকু-ের এক অবুঝ শিশু এখন আটকে পড়েছে সাতকানিয়ার বাজালিয়ায়। ঐ এলাকার প্যানেল চেয়ারম্যান শিশু জসীমকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে রাখলেও সে পূর্ণাঙ্গ পরিচয় জানাতে না পারায় তিনি জসীমকে অবিভাবকের হাতে তুলে দিতে পারছেন না। ফলে শিশুটিকে নিয়ে উভয় সংকটে পড়েছেন উদ্ধারকর্তা।
চট্টগ্রামের সাতকানিয়ার ১৩নং বাজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাঁশি কুমার দাশ জানান, বুধবার জসীম নামক ৮/৯ বছর বয়সী শিশুটিকে রাস্তার পাশে কাঁদতে দেখে কয়েক আতœীয় তার কাছে নিয়ে আসেন। পরে তাকে বাড়ি এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার নাম জসীম। তার বাবা নুর মোহাম্মদ ও মা ফাতেমা বেগম। সীতাকু-ের (উপজেলার কোন স্থান নির্দ্বিষ্ট করতে পারেনি) এক জায়গায় রেল লাইন সংলগ্ন এলাকায় তাদের দোতলা বাড়ি আছে বলে জানায় সে। এছাড়া তারা ২ ভাই ও ২ বোন বলে জানালেও সীতাকু-ের কোথায় তার বাড়ি সে বিষয়ে নির্দ্বিষ্ট করে কিছু বলতে পারেনি। তবে ভাই বোন ও পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে জসীম জানায়, তার বড় বোন রুমানা দশম শ্রেণীতে পড়ে এবং ছোট ভাই সাহাব উদ্দিন পড়ে ক্লাস ওয়ানে। জসীম জানায়, সে ক্লাস থ্রিতে পড়ে। প্রতিদিন সিএনজি টেক্সিযোগে তাদেরকে স্কুলে নিয়ে যায় ড্রাইভার রমজান। কিন্তু বুধবার তাকে তার প্রতিবেশি মমতাজ উদ্দিনের পুত্র ওসমান নানার বাড়িতে নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে নিয়ে সাতকানিয়ায় নিয়ে যায়। পরে সে কান্না শুরু করলে তাকে ফেলে পালিয়ে যায়। জসীম যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে সে স্কুলের প্রধান শিক্ষিকার নাম দেলোয়ারা বেগম বলে জানায় সে। নিজের এবং আশপাশের অনেক কিছু বলতে পারলেও গ্রাম বা ইউনিয়নের নাম বলতে না পারায় তাকে নিয়ে বিপাকে পড়েছেন বাঁশি কুমার জলদাশ। সে তার বাবার একটি ফোন নম্বরও (০১৭৪১-৪০৭৩৪০) বলে। কিন্তু সেটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি। বাধ্য হয়ে তিনি সীতাকুন্ড পৌরসভার কাউন্সিলর হারাধন চন্দ্র বাবুর মাধ্যমে এ প্রতিবেদকের সাথে কথা বলে সমস্ত ঘটনা জানান। জসীমকে কেউ সনাক্ত করতে পারলে বাজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাঁশি কুমার দাশ (০১৮১৫-০৯৯৬১২) অথবা সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী (০১৮১৯-৬১৭৫৭০) এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানান সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *