সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / ফৌজদারহাট এলাকা থেকে গান পাউডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

ফৌজদারহাট এলাকা থেকে গান পাউডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

মোঃ জাহেদ,৯জানুয়ারী (সীতাকুন্ড টাইমস ডটকম)- সীতাকুন্ডে গান পাউডারসহ বিপুল পরিমান বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার সময় উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ রেল লাইনের পশ্চিম পাশ থেকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ক্যাডেট কলেজ রেল লাইনের পশ্চিম পাশ পুকুর পাড় জনবিচ্ছিন্ন এলাকা হওয়ায় নাশকতাকারীরা সেখানে অবস্থান নেয়। স্থানীয় জনতার নাশকতাকারীদের অবস্থান সম্পর্কে পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে নাশকতা সরঞ্জাম উদ্ধার করলেও নাশকতাকারী কাউকে আটক করতে পারেনি। পুলিশ যাওয়ার আগে পালিয়ে যায়। পরে পুলিশ ও র‌্যাব গিয়ে নাশকতা করার জন্য নাশকতাকারীরা আনা ২৩ টি ককটেল,আধা কেজি গান পাউডার,৫লিটারের অকটেনের গ্যালনে ২ লিটার অকটেন,চুরিসহ নাশকতা করার বিভিন্ন দ্রব্যাদি উদ্ধার করে। নাশকতাকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অথবা ঢাকা-চট্টগ্রাম রেল ট্রেনে নাশকতা করার উদ্দেশ্যে ক্যাডেট কলেজ রেল লাইনের পশ্চিম পাশ এলাকায় জড়ো হয়। জনবসতি এলাকায় হওয়ায় নাশকতা করতে সময় ক্ষেপন হয়ে যায় এবং ভাগ্যক্রমে বেঁচে যায় নাশকতার হাত থেকে অনেক লোকের প্রাণ এবং অনেক মূল্যাবান সম্পদ। সীতাকু- থানার ওসি ইফতেখার হাসান বলেন,অবরোধকারীরা ককটেল,পেট্রল বোমা ও নাশকতা করা বিভিন্ন সরঞ্জামসহ মহাসড়ক ও ট্রেনে নাশকতা করার উদ্দেশ্যে আসে। নাশকতার করার আগে ভাগ্যক্রমে আমরা খবর পেয়ে তাৎক্ষনিক এগুলো উদ্ধার করি। এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি তবে আসামী শনাক্ত করে ব্যবস্থা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *