সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / ভাটিয়ারীতে ওশি ফাউন্ডেশনের জাহাজভাঙ্গা শ্রমিক প্রশিক্ষনকেন্দ্র ও হেলথক্যাম্প

ভাটিয়ারীতে ওশি ফাউন্ডেশনের জাহাজভাঙ্গা শ্রমিক প্রশিক্ষনকেন্দ্র ও হেলথক্যাম্প

 সাইফুল মাহমুদ,৬ মে (সীতাকুন্ড টাইমস ডটকম)-

times-pic-6বাংলাদেশ অকোপেশনাল সেফটি হেলথ এ- এ্যানভাইরনমেন্ট ফাউন্ডেশন(ওশি) পরিচালিত সীতাকু-ের জাহাজভাঙ্গা শ্রমিকদের প্রশিক্ষন , হেলথ ক্যাম্প ও বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন কানাডার সারি সাইরেন, ন্যাশেনাল হেল্থ এন্ড সেইফটি  ডাইরেক্টর কানাডা। গত কাল ০৫ এপ্রিল (রবিধবার) সীতাকু-ের   কদমরসুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে   হেল্থ ক্যাম্প অনুষ্টিত হয় । হেলথ ক্যাম্প পরিচালনা করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মেডিক্যাল অফিসার ডাঃ তপন কুমার দাস ও ফিজিওথেরাপিষ্ট ডা. কে কে হাজেরা উজ্জল। ওশি পরিচালিত জাহাজ ভাঙ্গা শ্রমিক প্রশিক্ষন ও হেলথ ক্যাম্প পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন, ওশি ফাউন্ডেশন এর নির্বাহী  পরিচালক এ. আর চেীধুরী রিপন,ওশি’র প্রোগ্রাম অফিসার ওমর ফারুক ও সহকারী প্রোগ্রাম অফিসার সাইফুল মাহমুদ। দিনব্যাপী এ কর্মশালায় শ্রমিক প্রশিক্ষন দেন টিইউসি নামে ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক দিলীপ কুমার নাথ উল্লেখ্য , জাহাজভাঙ্গা শিল্পে কর্মরত শ্রমিকদের প্রতিসপ্তাহে ৩০জন  শ্রমিকের প্রশিক্ষন দিয়ে আসছে।   প্রতিশুক্র .সোমও বুধবার, মাসে মোট ৮বার  হেলথ ক্যাম্প পরিচালনা করে আসছে ওশি ফাউন্ডেশন। উল্লেখ্য যে, ২০০৩সাল হতে ওশি ফাউন্ডেশন জাহাজ ভাঙ্গা  শ্রমিকদের কে বিনামূল্যে চিকিৎসা  ও ঔষধ  দিয়ে আসছে। প্রতি মাসের ১ম ও ২য় সোমবার কদমরসুল সরকারী প্রাথমিক বিদ্যালয়,৩য় ও ৪র্থ সোমবার বহুজাতিক কল্যাণ সমিতি মাদামবিবিরহাট, ১ম ও ২য় বুধবার বারআউলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩য় ও ৪র্থ বুধবার কুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও প্রতিশুক্রবার ওশি জাহাজ ভাঙ্গা শ্রমিক প্রশিক্ষন ও কল্যাণ কেন্দ্রে  হেল্থ ক্যাম্প অনুষ্টিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *