সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / শহীদ হওয়ার ইচ্ছা পূরণ হলো সীতাকুন্ডের মাদ্রাসা প্রভাষক হেফাজত নেতা মাওলানা শিহাবের

শহীদ হওয়ার ইচ্ছা পূরণ হলো সীতাকুন্ডের মাদ্রাসা প্রভাষক হেফাজত নেতা মাওলানা শিহাবের

৬ মে (সীতাকুণ্ড টাইমস ডটকম)-
শহীদের মৃত্যু সাধ গ্রহণ করে অবশেষে না ফেরার পথে চলে গেল সীতাকুণ্ড বগাচতর  মাদ্রাসার প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন(৫০)। গতকাল ঢাকায় হেফাজতের সমাবেশে যোগদিতে গিয়েছিল শিহাব উদ্দিন। পুলিশের গুলিতে মারা যায় মাওলানা শিহাব। সূত্রে জানা যায় ঢাকায় দুপুরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে গুলিবিদ্ধ হয়ে শিহাব মারা যায়। পরবর্তীতে শিহাবের লাশ নিজ বাড়ীতে আনা হয়। ৬মে বিকালে নিজ গ্রামে জানাযা শেষে তার লাশ দাফন করা হয়েছে। বগাচতর মাদ্রাসার অধ্যক্ষ সলিম উল্লাহ জানায় মাওলানা শিহাব উদ্দিন ১৯৮৫ সাল থেকে অত্র মাদ্রসায় শিক্ষকতা  করে আসছিল। তার গ্রামের বাড়ি মিরসরাই ডোমখালী মুরাদপুর গ্রামে। তার ৩ ছেলে ২ মেয়ে। তার মৃত্যুতে বগাচতর মাদ্রাসায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে শোকার ছায়া নেমে আসে। ছাত্রশিক্ষক অভিভাকরা মাদ্রাসায় শিহাবের জানাযার আয়োজন করতে চাইলে প্রশাসন বাধা দেয় বলে জানা যায়। এদিকে তার গ্রামের বাড়ীতে শত শত মানুষের ঢল নামে । অবশেষে নিজ বাড়ীতে জানাযা শেষে দাফন করা হয় মাওলানা শিহাবকে।
স্থানীয় সূত্রে আরও জানা যায় মাওলানা সিহাব বেশ কয়েকমাস ধরে সীতাকু-ে হেফাজতের শহীদ স্কোয়াডের সদস্যদের নাম সংগ্রহ করছিল। নামের তালিকায় তিনি নিজের নাম স্ত্রী ও তার ৩ ছেলের নামও রয়েছে। এভাবেই তিনি শহীদি মৃত্যুর  ইচ্ছা পোষন করে হেফাজতের কর্মসূচীগুলো পালন করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *