সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / ভাটিয়ারীতে সাজেদা – আলম বিদ্যা নিকেতনের মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন

ভাটিয়ারীতে সাজেদা – আলম বিদ্যা নিকেতনের মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন

picture-99নির্দশ বড়ুয়া,২৯(সীতকুন্ড টাইমস ডটকম)- সীতাকুণ্ডের ভাটিয়ারীতে হাজি.টি.এ.সি উচ্চ বিদ্যালয়ের অঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পূর্বের হিল ভিউ গ্রামার স্কুলটি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সালাউদ্দিন’র পরিবারের পৃষ্ঠ পোষকতায় নতুন রুপে নতুন আঙ্গিকে ‘ সাজেদা-আলম বিদ্যা নিকেতন ’ নামে আত্বপ্রকাশ উপলে অভিভাবকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠান গত শনিবার বিদ্যানিকেতন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সাজেদা-আলম বিদ্যা নিকেতনের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি শিানুরাগী,আলাসাফা গ্রুুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ.বি.এম আবুল কাশেম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ড চট্টগ্রামের বিদ্যালয় উপ-পরিদর্শক অধ্যাপক আবুল মুনসুর ভূইয়া, ইঞ্জিনিয়ার শফিউল আলম, বিজয় স্মরণী বিশ্ব বিদ্যালয় কলেজের উপাধ্য হারেস আহমেদ, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুর”ল আনোয়ার, সাবেক আলহাজ্ব মোঃ ইসহাক ভাটিয়ারী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক মোঃ আলী আজম,সামনি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক বশির উদ্দিন, এডভোকেট ভবতোষ নাথ, ব্যাংকার সাইদুর রহমান, শিল্পপতি মাহবুবুল আলম, ভাটিয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক বাবু লোটন দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভাটিয়ারী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মোঃ আজম।
মোঃ আকবর হোসেন ও আর.সি দাস রবিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাজেদা আলম বিদ্যা নিকেতনের পৃষ্ঠপোষকের পিতা আলহাজ্ব মোঃ শাহ আলম,উপজেলা প্রাথমিক শিঅ অফিসার মোঃ নুরুছ সফা, মাওলানা মোঃ ইসমাইল,মুবিবুল রহমান, মোঃ ইউনুস আলী, টি.এম ইসমাইল, সেকান্দ মির্জা, সেলিম বক্্র, মশিউর রহমান খান, ভাটিয়ারী আ’লীগ সভাপতি আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, খাইরুল আজম জসিম, জামাল উদ্দিন সওদাগর, মহিলা নেত্রী দেলোয়ার বেগম,অসিম কুমার দাস, মহিউদ্দিন আব্বাস,অভিভাবিকাদের মধ্যে বক্তব্য রাখেন, রাবেয়া আলী প্রমূখ।
এর আগে প্রধান অতিথি আলহাজ্ব এ.বি.এম আবুল কাশেম এমপি সাজেদা-আলম বিদ্যা নিকেতনের ফলক উন্মোচন করেন। শেষে ছাত্র-ছাত্রীদেও অংশ গ্রহণে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *